চীনের অর্থ মন্ত্রণালয় সম্প্রতি প্রকাশিত একটি দলিলে উল্লেখ করেছে, পুনঃব্যবহার্য জ্বালানি সম্পদ ব্যবহার করার জন্য চীন সরকার বিশেষ বরাদ্দ দেবে।
এবারের প্রকাশিত "পুনঃব্যবহার্য জ্বালানি সম্পদ উন্নয়নের বিশেষ অর্থ ব্যবস্থাপনা সংক্রান্ত অস্থায়ী নিয়মকানুন" অনুযায়ী, অপরিশোধনীয় অর্থ সাহায্য এবং ঋণ-সহায়তার মাধ্যমে প্রধানতঃ পুনঃব্যবহার্য জ্বালানি উন্নয়নের তিনটি ক্ষেত্রে সহায়তা দেয়া হবে। যেমন পেট্রোলিয়ামের স্থলাভিষিক্ত হতে পারে জৈব ডিজেল ধরনের পুনঃব্যবহার্য জ্বালানি সম্পদ, স্থাপত্য ক্ষেত্রে ব্যবহৃত সৌর শক্তি ও ভূ-গর্ভস্থ তাপ বিকিরণ প্রভৃতি পুনঃব্যবহার্য জ্বালানি সম্পদ এবং বিদ্যুত উত্পাদনকারী বায়ু শক্তি ও সৌর শক্তি ইত্যাদি পুনঃব্যবহার্য জ্বালানি সম্পদ।
বর্তমানে চীন পুনঃব্যবহার্য জ্বালানি সম্পদ উন্নয়নের জন্য সহায়তার পরিমান বাড়িয়ে দিয়েছে। চলতি বছরের ১ অক্টোবর থেকে "পুনঃব্যবহার্য জ্বালানি সম্পদ আইন" কার্যকরী হয়েছে। এই আইনটি আরো ভালোভাবে কার্যকর করার জন্য এই নতুন নিয়মকানুন প্রণীত হয়েছে।
|