জাপানের নতুন প্রধানমন্ত্রী আবে শিনজো ২ অক্টোবর প্রতিনিধি পরিষদ সংক্রান্ত ঐতিহাসিক কিছু বিষয়ের ওপর উত্তর দেয়ার সময় বলেছেন, জাপানের ঔপনিবেশিক শাসনকালীন আগ্রাসনে বহু দেশ, বিশেষ করে এশিয়ার বিভিন্ন দেশের জনগণের ব্যাপক দুর্দশার সৃষ্টি করেছিল।
তিনি প্রতিনিধি পরিষদের পূর্ণাংগ অধিবেশনে গণতান্ত্রিক পার্টির মহাপরিচালক হাতোয়ামা ইউগিওয়ের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেছেন। তিনি বলেছেন, জাপানের "সানফ্রানসিস্কো শান্তিপূর্ণ চুক্তি" অনুযায়ী, দূর প্রাচ্যের সামরিক আদালতের বিচারের ফলাফলকে গ্রহণ করা উচিত।
|