v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-10-03 18:59:58    
চীনে সুষম সমাজ গড়ে তোলা সংক্রান্ত কর্মসূচী প্রণয়ন করা হবে

cri
    চীন সরকার অবিলম্বে 'সুখের সূচক' নামে একটি পরিকল্পনা প্রণয়ন করবে । যাতে জীবনযাপনের ক্ষেত্রে চীনের জনসাধারণের সন্তোষের মাত্রা তুলে ধরা যায় । চীনের বিভিন্ন ক্ষেত্রের দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিবর্গ এ বিষয়ের ওপর ব্যাপক মনোযোগ দিচ্ছে । জনসাধারণ আশা করে যে , সুখের সূচককে একটি অঞ্চলের সমাজের সুষমতার প্রতীক ও গুরুত্বপূর্ণ লক্ষ্যমাত্রা বলে ধার্য করা হবে এবং এই লক্ষ্যমাত্রার ভিত্তিতে বিভিন্ন পর্যায়ের সরকারের প্রচেষ্টায় জনসাধারণের নানা রকম সমস্যার সমাধান ত্বরান্বিত করা যাবে ।

    মিসঃফুং সিং ইয়্যু চীনের রাজধানী পেইচিংয়ের চুংকুয়ানছুন অঞ্চলে থেং ইউয়ান ইলেকট্রোনিক্স কোম্পানিতে দু' বছরেরও বেশি সময় চাকরি করেছেন । তার মাসিক বেতন ১০ হাজার ইউয়ানেরও বেশি । তিনি বাড়ি ও গাড়ি কিনেছেন । চীনের সাধারণ মানুষের চোখে তিনি বিত্তবান হয়েছেন । কিন্তু তিনি নিজের জীবনযাপনের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন নি ।

    তিনি চাকরি করেছেন , দু' বছরেরও বেশি সময় হল । অফিস-ভবনে তার কাজের চাপ বেশি । অবসর সময়েও তিনি খুব ব্যস্ত থাকেন । পরিবার পরিজন ও বন্ধু বান্ধবীদের সঙ্গে তার কথাবার্তার সময়ও খুব কম । তিনি নিজেকে একটি কাজের যন্ত্র বলে মনে করেন ।

    চীনে বহু লোকেরই মিসঃ ফুং সিন ইয়্যুর মতো অনুরূপ অভিজ্ঞতা রয়েছে । তাদের জীবনযাত্রার মান যদিও বিপুলমাত্রায় বেড়ে গেছে , কিন্তু জীবনধারার ব্যাপারে তাদের সন্তোষের মাত্রা তেমন উন্নত হয় নি । কারণ , চীনে অর্থনীতি দ্রুত প্রসারিত হওয়ার পাশাপাশি যদিও মানুষের আয় অব্যাহতভাবে বৃদ্ধি পেয়েছে , কিন্তু জ্বালানীর অভাব ও প্রতিদ্বন্দ্বিতা তীব্র হয়ে উঠার দরুণ মানুষের সুষ্ঠু জীবনযাপনের চাপ দিন দিন বেড়ে যাচ্ছে । মানুষ প্রায়ই বাচ্চাদের লেখাপড়া , চিকিত্সা ও আবাসনসহ অনেক দুঃখকষ্টে ভুগছেন ।

    সুতরাং চীন সরকার মানুষের জীবনধারার মানের উত্কৃষ্টতা অর্জনে সহায়তা করা এবং জনসাধারণের সুখী জীবন কাটানোর জন্য সুষম সমাজ গড়ে তোলা সংক্রান্ত একটি পরিকল্পনা প্রণয়ন করছে ।

    সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে চীনের রাষ্ট্রীয় পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক ছু সিয়াও হুয়া সংবাদদাতাদের প্রশ্নের উত্তরে বলেছেন , জীবনধারার ক্ষেত্রে জনসাধারণের সন্তোষের মাত্রা পরীক্ষা করার জন্য চীনে ' সুখের সূচক' নামে একটি কর্মসূচী প্রণয়ন করা হবে ।

    ভবিষ্যতে সুখের সূচক , মানুষের সার্বিক উন্নয়নের সূচক , আঞ্চলিক উদ্ভাবনের সূচক ও সমাজের সুষমতাসহ পরিসংখ্যানের সঙ্গে জড়িত বেশ কিছু নতুন লক্ষ্যমাত্রা ধার্য করা হবে । যাতে বিভিন্ন দিক থেকে দেশের আর্থ-সামাজিক ক্ষেত্রের সমন্বিত উন্নয়নসহ জনসাধারণের জীবনধারার চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সার্বিক উন্নয়ন অর্জন করা সম্ভব হয় ।

    চীনের বিভিন্ন ক্ষেত্রের পরিকল্পনাবিদ ও অভিজ্ঞ ব্যক্তিবর্গ এই বক্তব্যের ওপর ব্যাপক নজর রাখছে । চীনের বড় বড় সংবাদ মাধ্যম মনে করে যে , সমাজের উন্নয়নের চাহিদা মেটানোর জন্য চীনে বেশ কিছু লক্ষ্যমাত্রা প্রণয়ন করা হবে । এ থেকে প্রতীয়মান হচ্ছে যে , চীন সরকার সাধারণ মানুষের জীবনধারার উত্কৃষ্টতা উন্নত করার ওপর খুব গুরুত্ব দিয়েছে । এই সব ব্যবস্থার মাধ্যমে চীন সরকারের নীতি প্রণয়ন করার জন্য আরো বৈজ্ঞানিক ও সার্বিক তথ্য যোগানো হবে । তা জনসাধারণের নানা রকম সমস্যা সমাধানে বিভিন্ন পর্যায়ের সরকারকে সহায়তা করবে ।   

    চীনের সমাজ বিজ্ঞান একাডেমীর অধ্যাপক মিঃ হান মেন মনে করেন যে ,

    এর ফলে বোঝাআ যাচ্ছে যে , সুষম সমাজ গড়ে তোলার ব্যাপারে চীন সরকারের কর্মপ্রচেষ্টা জোরদার হবে । এর সঙ্গে সঙ্গে চীন সরকার জাতীয় অর্থনীতির সার্বিক উন্নয়ন এবং মানুষের সঙ্গে সমাজ ও প্রকৃতির সুষম সম্পর্ক গড়ে তোলার ব্যাপারেও যথাসাধ্য প্রচেষ্টা চালাবে । এই সুখের সূচক প্রকল্প মানুষের আয় , জীবনযাত্রার মান , সুস্বাস্থ্য , মানুষে মানুষে সম্পর্ক , নিরাপত্তা ও চাকরিসহ বিভিন্ন ক্ষেত্রের লক্ষ্যমাত্রার পরিচায়ক ।