চীনের সর্বোচ্চ অভিশংসক বিভাগের উপপ্রধান ওয়াং চেন ছুয়ান বলেছেন , ক্ষমতা অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত কর্মকর্তাদের অপরাধ তদন্তের ব্যবস্থা জোরদার করার জন্য বিভিন্ন আইন ও প্রশাসন বিভাগের সঙ্গে অভিশংসক বিভাগের সহযোগিতা আরো পূর্ণাঙ্গ করে তোলা হবে ।
ওয়াং চেন ছুয়ান সম্প্রতি একটি অধিবেশনে এ কথা বলেছেন ।
এ বছরের জুলাই মাসে সর্বোচ্চ অভিশংসক বিভাগ কর্মকর্তাদের ক্ষমতা অপব্যবহারের অভিযোগে মামলা দায়ের করা সংক্রান্ত নিয়মবিধি প্রকাশ করেছে । নিয়মবিধিতে কর্মকর্তাদের ক্ষমতা অপব্যবহার সম্পর্কিত ৪২ ধরনের অপরাধের অভিযোগে মামলা দায়ের করার ব্যাপারে আইনী ব্যবস্থা করা হয়েছে । এতে বোঝা যাচ্ছে যে , মানবাধিকারের প্রতি আইনের মর্যাদা প্রদর্শন ও সুরক্ষায় সরকার সচেষ্ট রয়েছে ।
এ বছরের প্রথমার্ধে চীনের অভিশংসক বিভাগের উদ্যোগে কর্মকর্তাদের ক্ষমতা অপব্যবহারের অভিযোগে মোট ৩ হাজার ৪ শোটি মামলা দায়ের করা হয়েছে ।
|