v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-10-02 19:30:07    
পরবর্তী অনুষ্ঠানমালা --- ২০০৬/১০/২

cri

 ২০০০ সাল থেকে চীনের ২৪টি শিল্পোন্নত শহরের উচ্চ মাধ্যমিক স্কুলে সিনচিয়াংয়ের সংখ্যালঘু জাতির ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ক্লাস চালু হয়। তাঁরা সেখানে চার বছর লেখাপড়ার মাধ্যমে তাদের সার্বিক গুণাবলী উন্নীত করেছে। অনেক ছাত্রছাত্রী চীনের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। ২ অক্টোবর সোমবার বিজ্ঞান বিচিত্রা আসরে লি লু এই সম্পর্কে আপনাদের বিস্তারিত তথ্য দেবেন।

 পিচফল কাপ অষ্টম নৃত্য প্রতিযোগিতা ১০ দিন চলার পর ১৮ আগস্ট পেইচিংয়ে শেষ হয়েছে। ১০৭টি শিল্পী দলের ৩৬০০'র বেশি নৃত্য শিল্পী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। প্রথম পিচফল কাপ নৃত্য প্রতিযোগিতা ১৯৮৫ সাল থেকে শুরু হয়। প্রতি তিন বছর পর পর এই প্রতিযোগিতা আয়োজন করা হয়। চীনের নাচের অস্কার বলে পরিচিত এই প্রতিযোগিতায় লোকনৃত্য ছাড়াও প্রাচীন নৃত্যও বৈশিষ্ট্য পূর্ণ। ৩ অক্টোবর মঙ্গলবার সংস্কৃতির সম্ভার আসরে প্রবীণ কর্মী ফেং সিউ ছিয়েন আপনাদের এই প্রতিযোগিতার তথ্য দেবেন।

 চীনের ঐতিহ্যবাহী উত্সবগুলোর মধ্যে চন্দ্রোত্সব হচ্ছে একটি গুরুত্বপূর্ণ উত্সব। প্রতি বছরের চীনা পঞ্জিকার ১৫ আগস্ট  চন্দ্রোত্সব পালিত হয়। এ দিন সন্ধ্যায় যেখানে আবহাওয়া ভালো, সেখানে পূর্ণ চন্দ্র দেখা যায়। এ উত্সবের সময় সাধারণত পরিবারে সবাই মিলে চাঁদ উপভোগ করেন এবং এক বিশেষ ধরণের কেক খান। আগামী ৬ অক্টোবর হবে চীনের চন্দ্রোত্সব। এবার চীনের জাতীয় দিবসের দীর্ঘদিনের ছুটিতে চন্দ্রোত্সব পড়বে। দুটো বড় উত্সব এক সঙ্গে পালন করা চীনা লোকদের জন্যে এনে দেবে আনন্দময় পরিবেশ। ৪ অক্টোবর বুধবার সমাজ দর্পণ আসরে প্রবীণ কর্মী শি চিং উ চীনের চন্দ্রোত্সব সম্পর্কে কিছু বলবেন।

 সাম্প্রতিক বছরগুলোতে চীন থেকে পণ্য দ্রব্য রপ্তানী ক্রমেই বাড়ছে। তবে চীনের প্রভাবশালী নিজস্ব ট্রেডমার্ক খুবই কম। চীনের উত্পাদিত অনেক পণ্যদ্রব্য বিদেশী ট্রেডমার্কের লেবেলে রপ্তানী করা হয়। মানে অনেক চীনা শিল্পপ্রতিষ্ঠান বিদেশী কোম্পানির এজেন্ট অথবা শাখা কোম্পানি হিসেবে ব্যবসা চালাচ্ছে। ফলে চীনা শিল্পপ্রতিষ্ঠানের মুনাফা বেশি হয় না। এই অবস্থার পরিবর্তন করার জন্য চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলো নিজস্ব ট্রেডমার্ক প্রতিষ্ঠার জোর চেষ্টা চালাচ্ছে। ৫ অক্টোবর বৃহস্পতিবার অর্থনীতির অগ্রযাত্রা আসরে প্রবীণ কর্মী লি ইউয়েন শান চীনের শিল্পপ্রতিষ্ঠানের নিজস্ব ট্রেডমার্ক প্রতিষ্ঠা সংক্রান্ত প্রতিবেদন পড়ে শুনাবেন।

 দক্ষিণ-পশ্চিম চীনের কুই চৌ প্রদেশের লাংতে নামে মিয়াও জাতির একটি গ্রামে কিছু দিন আগে জাঁকজমকপূর্ণ একটি দিন উদযাপন করা হয়। চীনের তাইওয়ানের এক দল বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রী এই গ্রামের জন্য আনন্দ বয়ে এনেছেন। এসব তাইওয়ানী ছাত্রছাত্রী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে এসেছেন। তাঁদের মধ্যে অধিকাংশের এই প্রথম মূলভূভাগ সফর। লাংতে গ্রামে তাঁরা কিভাবে সময় কাটিয়েছেন। তা জানার জন্য ৭ অক্টোবর শনিবার ওরা অনন্য অনুষ্ঠানটি শুনবেন।

 তা ছাড়া প্রতি দিন আরো রয়েছে খবর এবং অন্যান্য নিয়মিত অনুষ্ঠানগুলো। সময় মত সি আর আই এর বাংলা অনুষ্ঠান শোনার জন্য আগে থেকে সকল শ্রোতাবন্ধুদের সাদর আমন্ত্রণ জানিয়ে রাখছি।