v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-10-02 19:28:03    
২৬ সেপ্টেম্বর-- ২ অক্টোবর, ২০০৬

cri

 ** অক্টোবর চীন গণ প্রজাতন্ত্রের ৫৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে ৩০ সেপ্টেম্বর পেইচিংএ আয়োজিত একটি অভ্যর্থনা সম্মেলনে চীনের প্রধান মন্ত্রী ওয়েন চিয়া পাও বলেছেন, চীন অব্যাহতভাবে উন্মুক্ততার মৌলিক নীতিতে অবিচল থাকবে। তিনি বলেছেন, বিকাশের সুষ্ঠু ভিত্তি ও অনুকুল শর্ত আছে, আমাদের আছে অনুশীলনের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সঠিক অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি, নানা ধরনের অসুবিধা ও ঝুঁকি মোকাবেলার সামর্থ্যএবং শিক্ষার প্রতি গুরুত্ব দেয়ার ভাল ঐতিহ্য । তিনি বলেছেন, বিশ্ব ছাড়া চীনের উন্নয়ন অসম্ভব। চীন দৃঢ়ভাবে বিজ্ঞানসম্মত উন্নয়নের পথ , সংস্কার ও উন্মুক্ততার পথ , নিজের উপর স্বনির্ভরতার পথ অনুসরণ করবে। তিনি বলেছেন, আমরা সার্বিকভাবে অর্থনৈতিক কাঠামোর সংস্কার, রাজনৈতিক কাঠামোর সংস্কার, সাংস্কৃতিক কাঠামোর সংস্কার আর সামাজ ব্যবস্থাপনা কাঠামোর সংস্কারকে এগিয়ে নিয়ে যাবে।

 ** চীন ও ভারত মৈত্রী বর্ষের একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে চীনের শানসি সংস্কৃতি সপ্তাহ ২৫ সেপ্টেম্বর রাতে নয়াদিল্লীতে শুরু হয়েছে। শানসি প্রদেশের গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির পরিচালক লি চিয়েনকুও উদ্বোধনী ভাষণে বলেছেন, চীন ও ভারত হচ্ছে সুপ্রতিবেশী। দু'দেশের সাংস্কৃতিক আদান-প্রদান সুদীর্ঘকালের। এবার এক সপ্তাহব্যাপী সাংস্কৃতিক কর্মসূচীতে চীনের থাং রাজবংশের বৈশিষ্টসম্পন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। তা ছাড়া, সৈন্য ও ঘোড়ার টেরা কোটার জন্মস্থানের দৃশ্য প্রদর্শনসহ শানসি-এর বিশেষ রীতিসম্পন্ন তত্পরতা অনুষ্ঠিত হবে। এবারকার কার্যক্রম আরো ভালভাবে শানসি চেনার জন্যে ভারতের বন্ধুদেরকে সাহায্য করবে। যাতে দু'দেশের জনগণের মৈত্রী আরো গভীরতর হয়।

 ভারতের বৈদেশিক সাংস্কৃতিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান কারান সিং তাঁর ভাষণে বলেছেন, ভারত ও চীন বিশ্বের সবচেয়ে প্রাচীন ও নিরন্তর সভ্যতার প্রতিনিধিত্বকারী দেশ। ইতিহাসে দু'দেশের বৈচিত্র্যময় আদান-প্রদান ছিল। এবারের সাংস্কৃতিক কর্মসূচীর আয়োজন ভারতের সাধারণ মানুষের চীনকে চেনার জন্যে অনুকূল হবে।

 ** চীনের হুয়া ওয়েই কোম্পানি ২৬ সেপ্টেম্বর ইসলামাবাদে পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম টেলিযোগাযোগ কোম্পানি ইউফোনের সঙ্গে ৫৫কোটি মার্কিন ডলার মূল্যের জি.এস.এম ব্যবসার চুক্তি স্বাক্ষর করেছে।

 পাকিস্তানস্থ চীনা রাষ্ট্রদূত জাং ছুয়েন শিয়াং ও পাকিস্তানের তথ্য মন্ত্রী আহমাদ খান লেঘারি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জাং ছুয়েন শিয়াং বলেছেন, চীন শক্তিশালী চীনা শিল্পপ্রতিষ্ঠানের মাধ্যমে এই খাতে পাকিস্তানের সঙ্গে সহযোগিতা চালানো সমর্থন করে। দু'পক্ষের সুষম সহযোগিতা দু'দেশের ঐতিহ্যিক মৈত্রীর উন্নয়ন আরো ত্বরান্বিত করবে। লেঘারি বলেছেন, পাকিস্তান চীনের সঙ্গে আর্থ-বাণিজ্যিক সহযোগিতাকে গুরুত্ব দেয় এবং আগের মতো ভবিষ্যতেও চীনা শিল্পপ্রতিষ্ঠানকে সমর্থন করবে।

 ** ২৪ সেপ্টেম্বর পাকিস্তানে ব্যাপকভাবে বিদ্যুত বন্ধ রয়েছে। রাজধানী ইসলামাবাদ এবং দেশের প্রধান প্রধান শহরে এর প্রভাব পড়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাওকাত আজিজ এই ঘটনা নিয়ে তদন্ত করার আদেশ দিয়েছেন এবং যথাসাধ্য বিদ্যুত সরবরাহ পুনরায় শুরু করার ব্যাপারে কথা দিয়েছেন।

 স্থানীয় সময় বিকেল আড়াইটায় বিদ্যুত বন্ধ হয়ে যায়। স্থানীয় টেলিভিশন বলেছে দেশের সত্তর শতাংশ নাগরিক অন্ধকারে রয়েছেন। বিদ্যুত সরবরাহ বন্ধ হওয়ার এক ঘন্টা পর ইসলামাবাদের দূতাবাস অঞ্চলে জেনাবেটরের সাহায্যে বিদ্যুত সরবরাহ পুনরায় শুরু করা হয়েছে। ইসলামাবাদের অন্যান্য এলাকায় বিকেলে পুনরায় বিদ্যুত সরবরাহ হয়েছে।

 ** ২৬ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট বুশ হুয়াইটহাউসে সফররত আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে বৈঠক করেছেন । দু'পক্ষ আন্তর্জাতিক সন্ত্রাস বন্ধে সহযোগিতা জোরদার করা , যুদ্ধোত্তর আফগানিস্তানের পূণর্নিমাণ এবং আফগানিস্তান-পাকিস্তান সহযোগিতামূলক সম্পর্ক ইত্যাদি বিষয় নিয়ে মত বিনিময় করেছেন ।

 কারজাইয়ের নেতৃত্বে সন্ত্রাস দমনে আফগান সরকার যে প্রচেষ্টা চালিয়েছে , বৈঠক শেষে একটি যৌথ সংবাদ সম্মেলনে বুশ তার প্রশংসা করেছেন । তিনি বলেছেন , আফগান যুদ্ধ হল বিশ্বের সন্ত্রাস দমন যুদ্ধের একটি অংশ। যুক্তরাষ্ট্র আফগান জনগণকে সমর্থন করে । কারজাই গত চার বছরে আফগানিস্তানের শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাহায্যের জন্য ধন্যবাদ জানিয়েছেন । চলতি বছর পাকিস্তানের প্রেসিডেন্ট মুশাররফ দেশের কিছু উপজাতীর নেতাদের সঙ্গে যে শান্তি চুক্তি স্বাক্ষর করেছেন , কারজাই এসব চুক্তি সমর্থন করে ।

 ** 'দি ইনডিয়ান এক্সপ্রেস' পত্রিকার ২৯ সেপ্টেম্বর সংখ্যার এক খবরে প্রকাশ, ভারতের বিমান বাহিনীর একটি মিগ-২৯ জঙ্গী বিমান ২৮ সেপ্টেম্বর বিকালে ভারতের অঁবালা এলাকায় ভূপাতিত হয়েছে। জঙ্গী বিমানটি প্রশিক্ষণদানকালে ভূপাতিত হয়েছে। প্রাথমিক তদন্ত দেখা গেছে, ইঞ্জিনের গোলযোগই দুর্ঘটনার কারণ। গত ৬ মাসে জঙ্গী বিমান বিধ্বস্ত হওয়ার এটি দ্বিতীয় ঘটনা।

 'দি ইনডিয়ান ইক্সপ্রেস' পত্রিকা বলেছে, ভারতের বিমান বাহিনী ১২৬টি উন্নততর জঙ্গী বিমান কিনবে এবং রাশিয়ার মিগ-৩৫ জঙ্গী বিমান কেনার ব্যাপারে আগ্রহ রয়েছে।

আবে শিনজো

  **জাপানের লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির নতুন মহাপরিচালক আবে শিনজো ২৬ সেপ্টেম্বর বিকালে অনুষ্ঠিত অস্থায়ী কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেটের প্রধানমন্ত্রী নির্বাচনে জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। এর পর তিনি মন্ত্রীসভার তালিকা প্রকাশ করেছেন।

 অস্থায়ী কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেটের প্রধানমন্ত্রী নির্বাচনে উভয়ই অর্ধেক ভোট পেয়ে জাপানের ৯০তম প্রধানমন্ত্রী হলেন। এর পাশাপাশি তিনি দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর সবচেয়ে তরুণ এবং প্রথম বিশ্ব যুদ্ধের পর জন্ম গ্রহণ করা প্রধানমন্ত্রী হয়েছেন।

 একই দিন বিকালে আবে শিনজো নতুন মন্ত্রীসভার তালিকা প্রকাশ করেছেন। জুনিছিরো কোইজুমি মন্ত্রীসভার উপ-প্রধানমন্ত্রী শিওসাখি ইয়াসুহিসা নতুন মন্ত্রীসভার প্রধান কেবিনেট সেক্রেটারি হন এবং আসো টারো অব্যাহতভাবে পররাষ্ট্রমন্ত্রী হন। নতুন মন্ত্রীসভায় প্রতিরক্ষামন্ত্রী হয়েছেন কইয়ুমা ফুমিও, অর্থনীতিমন্ত্রী ওটা হিরোকো, গণ স্বাস্থ্য ও কল্যাণ মন্ত্রী ইয়ানাগিসাওয়া হাকুও এবং অর্থমন্ত্রীও শিল্পমন্ত্রী হয়েছেন ওমি কোজি।

 ** জাতি সংঘের ৬১তম সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক গত বুধবার নিউইয়র্কের জাতি সংঘ সদর তফতরে শেষ হয়েছে । চলতি সাধারণ পরিষদের চেয়ারম্যান , বাহরাইনের নারী কূটনীতিক হায়া রাশেদ আল খলিফা তাঁর সমাপনী-ভাষণে এবারের সাধারণ বিতর্কের উচ্চ মূল্যায়ণ করেছেন একং অভিন্ন লক্ষ্য বাস্তবায়নের জন্যে বিভিন্ন দেশকে দ্বিগুণ প্রচেষ্টা চালিয়ে পারস্পরিক আস্থা স্থাপনের আহবান জানিয়েছেন ।

 এবারের বিতর্কের মূল প্রতিপাদ্য ছিল বিশ্বজুড়ে অংশীদারী সম্পর্ক স্থাপন করা । আশিটিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান এবং এক শ'রও বেশি উর্ধতন কর্মকর্তা পর পর ভাষণ দিয়েছেন । তারা তাদের ভাষণে বর্তমান বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যায় নিজ নিজ মনোভাব প্রকাশ করেছেন এবং উন্নয়ন সমস্যা সমাধান ত্বরান্বিত এবং শক্তি প্রয়োগের রাজনীতির বিরোধিতা , বহুমুখীকরণ জোরদার এবং জাতি সংঘের ভূমিকা দৃঢ় করার ক্ষেত্রে কিছু বিষয়ে একমত হয়েছেন ।

 সাধারণ বিতর্কে বহু দেশের প্রতিনিধিরা প্রকাশ্যে বা নেপথ্যে যুক্তরাষ্ট্রের অনুসৃত একমুখী নীতি ও তার মধ্যপ্রাচ্য নীতির সমালোচনা করেছেন । তাদের অনেকে যুক্তরাষ্ট্রের কাছে ইরাক থেকে সৈন্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন । তাছাড়া বেশ কয়েকটি দেশ নতুন হুমকী ও চ্যালেঞ্জের মোকাবিলায় জাতি সংঘের প্রতি কার্যকর পদক্ষেপ নিয়ে সংস্কার চালানোর আবেদন জানিয়েছে ।

                                                         বান কি মুন

    ** জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য দেশ ২৮ সেপ্টেম্বর জাতিসংঘের মহাসচিব নির্বাচনে তৃতীয় দফা অনানুষ্ঠানিক ভোটদানে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বান কি মুন সর্বাধিক ভোট পেয়েছেন।

 ফলাফল অনুযায়ী, বান কি মুনের পক্ষে ১৩টি ভোট এবং একটি ভোট বিপক্ষে পড়ে। একটি দেশ ভোট দেয়নি। জাতিসংঘের উপ-মহাসচিব ভারতীয় কূটনীতিক শাশি থারুর দ্বিতীয় স্থান এবং লাটভিয়ার প্রেসিডেন্ট ভাইরা ভিকে ফ্রেইবের্গা তৃতীয় স্থান লাভ করেছেন। জানা গেছে, মহাসচিব নির্বাচন নিয়ে বিভিন্ন পক্ষের আশা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অক্টোবরে প্রার্থী নিয়ে ঐকমত্য হবে। দোসরা অক্টোবর চতুর্থ দফা ভোটদানের আয়োজন করা হবে।

                                                           সুরায়ুদ ছুলানন্ত

    ** থাইল্যান্ডের জাতীয় প্রসাশন সংস্কার কমিটি ১ অক্টোবর এক বিবৃতিতে বলেছে যে, থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলইয়াডেজ এই কমিটির প্রস্তুত অস্থায়ী সংবিধান অনুমোদন করেছেন । অস্থায়ী সংবিধান এদিন থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে ।

 ভূমিবল আদুলইয়াডেজ এদিন প্রিভি কাউনসিলের সুরায়ুদ ছুলানন্তকে থাইল্যান্ডের অস্থায়ী প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তাবে স্বাক্ষর করেছেন। জানা গেছে, অস্থায়ী সংবিধানে মোট ৩৯টি প্রস্তাব রয়েছে , এর মধ্যে নিয়ম করা হয়েছে যে, স্থলবাহিনীর সেনাপতি নেতৃত্বাধীন জাতীয় প্রসাশন সংস্কার কমিটি জাতীয় নিরাপত্তা কমিটিতে পরিণত হবে। জাতীয় নিরাপত্তা কমিটির ক্ষমতা হচ্ছে নতুন প্রধান ও আইন সংস্থার নির্বাচন করা এবং জাতীয় নিরাপত্তায় বিষয়গুলোর তত্ত্বাবধান করা। জাতীয় নিরাপত্তা কমিটির প্রেসিডেন্টের অস্থায়ী প্রধানের নিয়োগ বাতিল করার ক্ষমতা রয়েছে।

 অস্থায়ী সংবিধান আরো অন্তর্ভূক্ত রয়েছে যে, জাতীয় প্রসাশন সংস্কার কমিটির ১৯ সেপ্টেম্বরের অভ্যূত্থান এবং থাক্সিন সিনাওয়াত্রার তত্বাবধায়ক সরকার ভেঙে দেয়ার ব্যাপারে কোন মামলা দায়ের করা যাবে না।