জর্জিয়ার প্রেসিডেন্ট মিখাইল সাখাশভিলি ১ অক্টোবর রাতে টিবিলিসিতে বলেছেন, নতুন অর্থনৈতিক শাস্তি জর্জিয়াকে ভয় দেখাতে পারবে না।
পশ্চিমা সংবাদদাতাদের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে সাখাশভিলি বলেছেন, জর্জিয়ার পুলিশ কর্তৃক রুশ সেনা গ্রেফতার করার পর রাশিয়ার প্রতিক্রিয়া যথোপযুক্ত নয় বরং তারা চরম পন্থা অবলম্বন করেছে। তিনি মনে করেন, রাশিয়া এর জন্য বল প্রয়োগ করবে না। তিনি বলেছেন, রাশিয়ার সৃষ্ট নানা অর্থনৈতিক শাস্তি ও ঝামেলার প্রতি জর্জিয়া খুবই সচেতন। জর্জিয়ান জনগণ অর্থনৈতিক কঠিন অবস্থা অতিক্রম করতে সক্ষম।
জানা গেছে, জর্জিয়া কর্তৃপক্ষ মোটামুটিভাবে ট্রান্সককেশিয়ায় মোতায়েন রুশ বাহিনীর কেন্দ্রীয় দফতর ভবনটি ঘেরাও মুক্ত করেছে। এখন সেখানে কেবল কিছু সংখ্যক জর্জিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সৈন্য ও সামরিক পুলিশ রয়েছেন।
|