v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-10-02 18:46:23    
চীনের ঐতিহ্যিক মধ্য  শারদীয় উত্সবকালে দুই তীরের মধ্যে  যাত্রীবাহী  সরাসরি বিশেষ ফ্লাইট  কর্মসূচী   চালু হয়েছে

cri

    ৬ অক্টোবর চীনের ঐতিহ্যিক উত্সব- মধ্য শারদীয় উত্সব । এই উত্সবে চীনাদের পরিবার পরিজনের সঙ্গে মিলনের কথা । এ বছরের মধ্য শারদীয় উত্সবে তাইওয়ানে পরিবার পরিজনের সঙ্গে মিলনের জন্য মূলভূভাগ থেকে তাইওয়ানের স্বদেশীরা প্রথম বারের মতো সরাসরি বিশেষ ফ্লাইটে যেতে পারবেন । বরং আগের মতো হংকং বা ম্যাকাওয়ের মাধ্যমে তাইওয়ানে যাওয়ার দরকার নেই । এ থেকে ধরে নেয়া যাচ্ছে যে , মধ্য শারদীয় উত্সবকালে দুই তীরের মধ্যে সরাসরি বিশেষ ফ্লাইট কর্মসূচী আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে । গত কয়েক দিনে দশ-বারোটি সরাসরি বিশেষ ফ্লাইট চালু হওয়ায় তাইওয়ান প্রণালীর দুই তীরের মধ্যে পরিবেশ আরো জাঁকজমকপূর্ণ হয়ে উঠেছে । দুই তীরের জনগণ আনন্দে ডুবে যাওয়ার পাশাপাশি দুই তীরের মধ্যে সরাসরি ফ্লাইট ব্যবস্থা যথাশীঘ্র বাস্তবায়নের অপেক্ষায়ও রয়েছেন ।

    গত কয়েক দিনে মধ্য শারদীয় উত্সব কাটানোর জন্য যে সব তাইওয়ানের স্বদেশী সরাসরি বিশেষ ফ্লাইটে তাইওয়ানে গিয়েছেন , তারা সবাই প্রফুল্ল হয়ে উঠেছেন । তাইওয়ানে পরিবার পরিজনের সঙ্গে দেখা করার সুবিধা প্রাপ্তির লক্ষে জন্য বেশ কিছু বয়স্কও মূলভূভাগ থেকে সরাসরি বিশেষ ফ্লাইটে যাতায়াতের পরিকল্পনা করেছেন । ৮৭ বছর বয়স্ক লি সাহেব এবারকার সরাসরি বিশেষ ফ্লাইটের সবচেয়ে জ্যেষ্ঠ যাত্রী । মধ্য শারদীয় উত্সব কাটানোর জন্য তিনি শাংহাই থেকে সরাসরি বিশেষ ফ্লাইটে তাইওয়ানে যেতে প্রস্তুত ।

    ২০০৩ সালে প্রণালীর দুই তীরের মধ্যে যাত্রীবাহী বিশেষ ফ্লাইট পরিসেবা শুরু হয় । তখন যাত্রীবাহী বিশেষ ফ্লাইট পরিসেবা শুধু চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহ্যিক বসন্ত উত্সবকালে ব্যবস্থা করা হতো । গত কয়েক বছরে তাইওয়ানের জনতা ও দুই তীরের বেসামরিক বিমান চলাচল ক্ষেত্রের ব্যক্তিরা বহুবার আহবান জানান যে , যাত্রীবাহী বিশেষ ফ্লাইট পরিসেবা মধ্য শারদীয় উত্সবসহ চীনের অন্যান্য তিনটি বড় উত্সবেও চালু হওয়া উচিত । কিন্তু তাইওয়ান কর্তৃপক্ষ বাধা সৃষ্টি করার দরুণ দুই তীরের বেসামরিক বিমান চলাচল সংস্থা এ বছরের জুন মাস পর্যন্ত বসন্ত উত্সবসহ চীনের চারটি প্রধান ঐতিহ্যিক উত্সবকালে যাত্রাবাহী বিশেষ ফ্লাইট ব্যবস্থা চালু হওয়ার বিষয়ে মতৈক্যে পৌঁছেছে ।

    এবারকার মধ্য শারদীয় উত্সবকালে বিশেষ ফ্লাইট পরিসেবা কর্মসূচীতে শাংহাই একটি প্রধান কেন্দ্র । দুই তীরের ছ'টি বেসামরিক বিমান চলাচল কোম্পানির উদ্যোগে ১২টি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হবে । তাইওয়ানের স্বদেশীদের ভ্রমণ যাতে আরো আরামদায়ক ও আনন্দিত হয় , সেজন্য বিশেষ ফ্লাইটের দায়িত্ব পালনকারী চীনের শাংহাই এয়ার লাইন্স পুঙ্খানুপুঙ্খ প্রস্তুতি নিয়েছে । ফ্লাইটের ক্রু -নেত্রী মাদাম ইয়্যু চিং লিয়ান বলেছেন ,

    বিমান কোম্পানি যাত্রীদের জন্য মধ্য শারদীয় উত্সবের ঐতিহ্যিক খাবার মুন-কেক্ প্রদানের ব্যবস্থাকরেছে । বিমানের ক্যাবিনে পরিবেশ আরো প্রাণবন্ত ও প্রফুল্ল করে তোলার জন্য চীনের ঐতিহ্যিক পদ্ধতিতে সাজানো হয়েছে ।

    শাংহাই ছাড়া পেইচিং , কুয়াংচৌ ও সিয়ামেনও এবারকার মধ্য শারদীয় উত্সবের বিশেষ ফ্লাইট কর্মসূচীতে অন্তর্ভুক্ত ।

    বর্তমানে দুই তীরের মধ্যে আদান প্রদান অব্যাহতভাবে বাড়ানোর পাশাপাশি প্রতি বছর ৩০ লাখেরও বেশি তাইওয়ানের স্বদেশী মূলভূভাগ ও তাইওয়ানের মধ্যে গমনাগমন করেন । এ পর্যন্ত দুই তীরের মধ্যে সরাসরি ডাক ও টেলি-যোগাযোগ , বাণিজ্য এবং পরিবহন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় নি বলে সরাসরি বিমান চলাচল বাস্তবায়িত হয় নি । সেজন্য তাইওয়ানের স্বদেশীদের প্রতি বছর অতিরিক্ত ৩ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি খরচ করতে হয় ।

    সম্প্রতি চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র লি উই ই বলেছেন , প্রণালীর দুই তীরের মধ্যে সার্বিক , সরাসরি ও দ্বিপক্ষীয় ফ্লাইট ব্যবস্থা চালু হলেই কেবল দুই তীরের জনতার স্বার্থ ও চাহিদা প্রকৃতভাবে মেটানো যাবে ।

    এতক্ষণ আমাদের সঙ্গে থেকে আজকের প্রতিবেদন শোনার জন্য ধন্যবাদ ।