কৃষি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দায়িত্বশীল একজন ব্যক্তি সম্প্রতি বলেছেন, চীনে সংরক্ষণমূলক চাষ প্রযুক্তি সম্প্রসারণের ফলে সুষ্ঠু সামাজিক , অর্থনৈতিক ও প্রাকৃতিক উপকার নিশ্চিত হয়েছে।
গত শতাব্দীর ৯০'র দশকের প্রথম দিকে চীন সরকার আন্তর্জাতিক সহযোগিতা প্রকল্পের মাধ্যমে সংরক্ষণমূলক চাষ পরীক্ষা একটি দৃষ্টান্ত হিসেবে জনপ্রিয় হয়েছে। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, সংরক্ষণমূলক চাষ প্রযুক্তি প্রয়োগ করার ফলে সাফল্যের সঙ্গে মাটির ক্ষয় রোধ কমানো সম্ভব হয়েছে এবং চাষের ২০ শতাংশ খরচ হ্রাস পেয়েছে। কৃষি মন্ত্রণালয়ের প্রতিষ্ঠিত ১০টি তত্ত্বাবধান কেন্দ্রের ১৪টির ফসলের উত্পাদন পরিমানের উপাত্ত অনুযায়ী দেখা গেছে যে, ১৩টি ফসলের উত্পাদনের পরিমাণ স্পষ্টভাবে বেড়েছে।
সংরক্ষণমূলক চাষ হচ্ছে এক ধরনের উন্নত কৃষি প্রযুক্তি। এর মাধ্যমে মাটির ক্ষয় রোধ করা যায় এবং মাটির উর্বর ও শুষ্কতা প্রতিরোধের সামর্থ্য বাড়ানো যায়।
|