লেবাননে জাতিসংঘ সেনাবাহিনীর প্রধান আলাইন পেল্লেগরিনি ১ অক্টোবর চীনা শান্তি রক্ষী বাহিনীর সদস্যদের গভীর মূল্যায়ন করেছেন এবং মোট ১৮২ জন সৈন্যকে শান্তি রক্ষী পদকে ভূষিত করেছেন।
এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেছেন যে, লেবাননে জাতিসংঘের চীনা সৈন্যবাহিনী বিভিন্ন দায়িত্ব সঠিক ও আন্তরিকভাবে শেষ করেছে। তাদের সক্রীয়ভাবে কাজ করার দৃষ্টিভংগী ও সতর্কতার সঙ্গে ব্যবস্থা নেয়ার মনোভাব সত্যিই উল্লেখযোগ্য। পেল্লেগরিনি তার প্রসংশা করেছেন। তা লেবাননে জাতিসংঘ বাহিনীর গঠন এবং এর আরো সম্প্রসারণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
|