ক্যানাডার ডেসিমা গবেষণা কেন্দ্রের ১ অক্টোবর প্রকাশিত একটি জনমত জরিপে বলা হয়েছে, ৭৪ শতাংশ ক্যানাডার নাগরিক মনে করেন, মার্কিন প্রেসিডেন্ট বুশ সরকারের নীতি বিশ্বে হুমকি স্বরূপ।
ডেসিমা গবেষণা কেন্দ্রের বিশ্ব সন্ত্রাসদমন সমস্যা ও আফগানিস্তান সমস্যার ওপর ওয়েবসাইটের তদন্তের ফলাফল অনুযায়ী, ৭৬ শতাংশ ক্যানাডার নাগরিক মনে করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নীতির ফলে সন্ত্রাসী তত্পরতা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ৬৮ শতাংশ ক্যানাডার নাগরিকের অনুমান , শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র ইরাক থেকে সৈন্য প্রত্যাহার করবে।
২০০২ সাল থেকে আফগানিস্তানের হামলায় ক্যানাডার সৈন্যদের মধ্যে ৩৭জন নিহত হয়েছেন। শুধু চলতি বছরের সেপ্টেম্বরে ক্যানাডার দশজন সৈন্য আফগানিস্তানে নিহত হয়েছেন।
|