সম্প্রতি চীনের রাষ্ট্রীয় পরিষদে " মহাপ্রাচীরের রক্ষা প্রস্তাব" গৃহীত হয়েছে। এই প্রস্তাব অনুযায়ী, মহা প্রাচীর সুরক্ষা করার জন্যে চীন সামগ্রিক ব্যবস্থাপনা নির্ধারণ করবে, যাতে তাদের যথাযথভাবে সংরক্ষণ এবং পর্যায়ক্রমে তদারক করা যায় ।
মহাপ্রাচীর হচ্ছে বিশ্বের সবচেয়ে বিখ্যাত সাংস্কৃতিকসম্পদ-সমৃদ্ধ পুরাকীর্তির অন্যতম। ১৯৮৭ সালে ইউনেস্কো তা সমৃদ্ধ-সাংস্কৃতিকসম্পদ হিসেবে বিশ্ব উত্তরাধীকারের তালিকার অন্তর্ভূক্ত রয়েছে। তবে দীর্ঘকাল ধরে মহাপ্রাচীরের অনেক জায়গার উন্নয়ন ও সংস্কার করায় তার প্রাচীণ অকৃত্তিক অবস্থা নষ্ট হয়েছে।
জানা গেছে, মহাপ্রাচীরের সুরক্ষা ও প্রসাশনের কার্যকর সমস্যা সমাধানের জন্যে এই চিবি প্রণয়ন করা হয়েছে। যাতে মহা প্রাচীর সুষ্ঠুভাবে সংরক্ষণ ও উন্নয়ন করা যায় ।
|