২ অক্টোবর দক্ষিণপূর্ব চীনের কুয়াংচৌ শহর থেকে ছিংহাই-তিব্বত মালভূমিতে অবস্থিত লাসা শহর পর্যন্ত প্রথম ট্রেন চালু হয়েছে । কুয়াংচৌ থেকে লাসা পর্যন্ত ট্রেন ৫৭ঘন্টা২১মিনেট সময়ের ব্যবধানে ৪৯৮০ কিলোমিটার দূরের পথ অতিক্রম করেছে । তা চীনের সবচেয়ে দীর্ঘতম দৈর্ঘ্যে সর্বোচ্চ সময় নেয়া ট্রেনভ্রমণে পরিণত হয়েছে ।
পয়লা অক্টোবর চীনের পূর্বাঞ্চলের শাংহাই শহর থেকে লাসা পর্যন্ত প্রথম ট্রেনও চালু হয়েছে । এ ট্রেনের পথের দৈর্ঘ্য ৪৩৭০ কিলোমিটারেরও বেশি এবং মোট ৫১ ঘন্টা সময় লাগে ।
পয়লা জুলাই ছিংহাই তিব্বত রেলপথ চালু হওয়ার পর, পেইচিং , ছেংতু ও লানচৌ থেকে লাসা পর্যন্ত ট্রেনও চালু হয়েছে ।
|