পরিবহন, টেলিযোগাযোগসহ বিভিন্ন বুনিয়াদী ব্যবস্থা উন্নয়নের সাথে সাথে পর্যটন শিল্প পশ্চিম চীনের অর্থনৈতিক উন্নয়নের স্তম্ভে পরিণত হয়েছে। অধিকাংশ প্রদেশের পর্যটন শিল্পের মোট আয় জি ডি পির মোট মূল্যের মধ্যে ৫ শতাংশেরও বেশি ।
চীনের পশ্চিমাঞ্চলে ১২টি প্রদেশ আছে। সেখানকার বিস্তির্ণ ভূভাগে হুয়াংকুওসু গিরিপ্রপাত, চিও জাই কো উপত্যকা, ব্রহ্মপুত্রা গিরিসঙ্কটসহ অনেক লাভজনক প্রাকৃতিক পর্যটন সম্পদ আছে। রং বেরং-এর জাতীয় প্রথা ও হাজার বছরের ইতিহাসসম্পন্ন সংখ্যালঘু জাতির বহু সাংস্কৃতিক পুরাকীর্তিও রয়েছে।
জানা গেছে, ২০০৫ সালের শেষ দিক পর্যন্ত চীন পশ্চিমাঞ্চলে পরিবহন, জলসেচ, জ্বালানি সম্পদ ও টেলিযোগাযোগ প্রভৃতি ক্ষেত্রের ৭০টি বিরাট প্রকল্প চালু করেছে। এ প্রকল্পগুলোর পুঁজি বিনিয়োগের মোট মূল্য প্রায় ১ ট্রিলিয়ন ইউয়ান রেনমিনপি। বুনিয়াদী ব্যবস্থার উন্নয়ন পশ্চিম চীনের পর্যটন শিল্পের সম্পদ প্রাধান্য থেকে অর্থনৈতিক প্রাধান্যে রূপান্তর করার জন্য ইতিবাচক ভূমিকা পালন করেছে।
|