১ অক্টোবর আন্তর্জাতিক বৃদ্ধবৃদ্ধা দিবস এবং চীনের প্রথম বৃদ্ধবৃদ্ধা সংক্রান্ত বিশেষ আইন --- বৃদ্ধবৃদ্ধার অধিকার নিশ্চিত আইন প্রণয়নের দশম বার্ষিকী। এখন চীনে ১৪ কোটি ৩০ লাখ বৃদ্ধবৃদ্ধা আছেন। তাঁরা বার্ধক্য ও অধ্যয়নসহ বিভিন্ন ক্ষেত্রে যথাযথ নিশ্চয়তা পেয়েছেন। তাঁরা সুখকর জীবন কাটাচ্ছেন।
জানা গেছে, গত বছরের শেষ দিক পর্যন্ত চীনে প্রায় ৪০ হাজার সামাজিক কল্যাণ হাউস, বিশ্রামভবনসহ বৃদ্ধবৃদ্ধাদের জন্য প্রতিষ্ঠিত বিভিন্ন পরিসেবা সংস্থা আছে। বৃদ্ধবৃদ্ধাদের জন্য প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় বা স্কুলের সংখ্যা ২৬ হাজারের বেশি। চীনা বৃদ্ধবৃদ্ধাদের আইনী সাহায্য দেয়ার জন্য বিশেষ তহবিলও গঠন করা হয়েছে। তা ছাড়া চীনের বিভিন্ন অঞ্চলে "বৃদ্ধবৃদ্ধা উত্সব" বা "বৃদ্ধবৃদ্ধা দিবস" প্রতিষ্ঠা করেছে। এভাবে গোটা সমাজে বৃদ্ধবৃদ্ধাদেরকে সম্মান ও ভালোবাসা দেয়ার সুষ্ঠু সামাজিক পরিবেশ সৃষ্টি হয়েছে।
"কিভাবে বৃদ্ধবৃদ্ধাদের জীবনযাপনের গুণগত মানের বিকাশ হচ্ছে" তা হচ্ছে চলতি বছর "আন্তর্জাতিক বৃদ্ধবৃদ্ধা দিবসের" প্রসঙ্গ। সম্প্রতি, জাতিসংঘের একজন সংশ্লিষ্ট কর্মকর্তা পেইচিংয়ে বিভিন্ন দেশের সরকারের উদ্দেশ্যে এই ক্ষেত্রের কাজ জোরদার করার আহ্বান জানিয়েছেন।
|