v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-10-01 19:02:56    
চীনে জাতীয় দিবস উদযাপিত

cri
    ১লা আক্টোবর চীনের জাতীয় দিবস । এটা চীনের জনসাধারণের জন্য সপ্তাহব্যাপী ছুটির প্রথম দিন । জাতীয় দিবস উপলক্ষে চীনের জনগণ নানা রকম স্মৃতি অনুষ্ঠানের আয়োজন করেছেন ।

    জাতীয় দিবসে চীনের রাজধানী পেইচিংয়ের থিয়ান আন মেন মহাচত্বরে সবচেয়ে জাঁকজমকপূর্ণ পরিবেশ বিরাজমান ছিল । ভোরে মহাচত্বরে অনুষ্ঠিত জাতীয় পতাকা উত্তোলনের অনুষ্ঠান অগণিত পর্যটকদের আকর্ষণ করেছে । জাতীয় দিবসটি উদযাপনের জন্য থিয়ান আন মেন মহাচত্বর নতুন আর্ষণীযভাবে সাজানো হয়েছে । মহাচত্বরের পূর্ব দিকে পাঁচটি পুতুল বিশিষ্ট পেইচিং অলিম্পিক গেমসের মাস্কটের ডিজাইনভিত্তিক অসংখ্য ফুলের সমাহারে সাজানো মঞ্চটি এবং অলিম্পিক গেমসের সময় সূচীর একটি তালিকার সুন্দর বোর্ডও স্থাপন করা হয়েছে । মহাচত্বরের পশ্চিম দিকে ছিংহাই-তিব্বত রেলপথ চালুর দৃশ্য নিয়ে নির্মিত হয়েছে তিব্বতের পোতালা ভবন ও তুষার পাহাড়ভিত্তিক ফুলের মঞ্চ । যা পর্যটকদের বিপুলভাবে আর্কষণ করছে । মহাচত্বরে ভ্রমণকারী পর্যটক মিঃ ওয়াং বলেছেন ,

    মহাচত্বরে ফুলের মঞ্চ , ঝরনা আর পোতালা ভবনের নক্সা রমণীয় ও জাঁকজমকপূর্ণ । থিয়ান আন মেন মহাচত্বর যেন সৌন্দর্যময় পরিবেশের প্রতিমূর্তি ।

    পেইচিংয়ের বিভিন্ন বড় বড়ে পার্কেও যার যার নিজস্ব এলাকার বৈশিষ্ট্য ফুটে উঠেছে । এ সব পার্কে যেমন ঐতিহ্যগত মন্দির মেলা , তেমনি আধুনিক শিল্পকলা প্রদর্শনীও অনুষ্ঠিত হচ্ছে । সর্বত্রই রঙিন বাতির আলোকে সাজানো হয়েছে , সংগীতের সুরও শোনা যাচ্ছে । পর্যটকরা সর্বত্রই উত্সবের নিবিড় পরিবেশকে উপভোগ করছেন । পেইচিংয়ের লুং থান হু পার্কে চীনের এতিহ্যিক রঙিন বাতির আলোকে সাজানো প্রদর্শনী দেখতে আসা বৃদ্ধা স্যুই বলেছেন , এই প্রদর্শনী দেখার জন্য তিনি বিশেষ উদ্যোগে বাইরে থেকে পেইচিংয়ে এসেছেন ।

    এজন্য তিনি খুব আনন্দিত । এবছর জাতীয় দিবসের খুব জাঁকজমকপূর্ণ আকর্ষণ রয়েছে। তিনি যেখানে সেখানে ঘুরে বেড়াতে চান ।

    দেশের বিভিন্ন অঞ্চলের পর্যটকদের স্বাগত জানানোর জন্য দক্ষিণ পূর্ব চীনের ফু চিয়ান প্রদেশে নানা রকম উদযাপনী কর্মসূচীর আয়োজন করা হয়েছে । এই প্রদেশের দাচিংহু অঞ্চলের ভূতত্ত্ব যাদুঘরে তাইওয়ানের প্রজাপতি বিষয়ক একটি প্রদর্শনী আয়োজন করা হয়েছে । প্রদর্শনীতে ১ হাজার জাতেরও বেশি প্রজাপতির নমুনা ও জীবিত প্রজাপতি প্রদর্শিত হচ্ছে । প্রজাপতি প্রদর্শনীর দায়িত্বশীল ব্যক্তি মাদাম উ সিয়াং চ্যু বলেছেন , দাচিংহু তাইওয়ান থেকে খুব কাছাকাছি , ওখানকার পাহাড় ও পানি খুব সুন্দর । এই উত্সবে বহু পর্যটক প্রদর্শনীগুলো ঘুরে ঘুরে দেখেছেন । প্রদর্শনীগুলো তাদের ব্যাপক প্রশংসা পেয়েছে ।

    পর্যটকরা প্রদর্শনীর মাধ্যমে প্রজাপতি সম্পর্কে বেশি জানতে পেরেছেন । তারা প্রজাপতি খুব আদর করেন । এতে বিজ্ঞান ও পরিবেশ সুরক্ষার বিষয়টিকে জনপ্রিয় করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়েছে ।

    চিয়াং শি প্রদেশের কান চৌ শহরের একটি আবাসিক এলাকায় অধিবাসীদের একটি মনোরম ফ্যাশন শো-এর আয়োজন করা হয়েছে । মঞ্চে মডেলগণ স্বজাতির বৈশিষ্ট্যসম্পন্ন ঐতিহ্যিক পোষাক দেখিয়েছেন । প্রদর্শনী দেখার জন্য আবাসিক এলাকার কয়েক শো অধিবাসী উত্ফুল্লতার সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিল । আবাসিক এলাকার অপেশাদার শিল্পী দলের নেত্রী মাদাম ওয়াং বলেছেন , জাতীয় দিবস উপলক্ষে কিছু উদযাপনী কর্মসূচী আয়োজনে আশাপূর্ণ নতুন এক ভবিষ্যত ফুটে উঠেছে । তিনি বলেছেন ,

    জনসাধারণ আনন্দ পেয়েছেন এবং সমৃদ্ধ হয়েছেন । এটা আমাদের জীবনযাত্রার মাধ্যমে তুলে ধরা উচিত ।

    জানা গেছে , জাতীয় দিবসে জনসাধারণের উদযাপনের চাহিদা মেটানোর জন্য চীনের বিভিন্ন অঞ্চলে বৈচিত্র্যময় ও বৈশিষ্ট্যসম্পন্ন পর্যটন কর্মসূচীরও আয়োজন করা হয়েছে । উত্তর চীনের থিয়ান চিং মহানগরে গ্রামীণ পর্যটনও চালু হয়েছে । এতে উত্সবের আনন্দময় ও নিবিড় পরিবেশ প্রকাশ পেয়েছে ।