থাইল্যান্ডের জাতীয় প্রসাশন সংস্কার কমিটি ১ অক্টোবর এক বিবৃতিতে বলেছে যে, থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলইয়াডেজ এই কমিটির প্রস্তুত অস্থায়ী সংবিধান অনুমোদন করেছেন । অস্থায়ী সংবিধান এদিন থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে ।
জানা গেছে, অস্থায়ী সংবিধানে মোট ৩৯টি প্রস্তাব রয়েছে , এর মধ্যে নিয়ম করা হয়েছে যে, স্থলবাহিনীর সেনাপতি নেতৃত্বাধীন জাতীয় প্রসাশন সংস্কার কমিটি জাতীয় নিরাপত্তা কমিটিতে পরিণত হবে। জাতীয় নিরাপত্তা কমিটির ক্ষমতা হচ্ছে নতুন প্রধান ও আইন সংস্থার নির্বাচন করা এবং জাতীয় নিরাপত্তায় বিষয়গুলোর তত্ত্বাবধান করা। জাতীয় নিরাপত্তা কমিটির প্রেসিডেন্টের অস্থায়ী প্রধানের নিয়োগ বাতিল করার ক্ষমতা রয়েছে।
অস্থায়ী সংবিধান আরো ঘোষণা করেছে যে, জাতীয় প্রসাশন সংস্কার কমিটির ১৯ সেপ্টেম্বরের অভ্যূত্থান এবং থাক্সিন সিনাওয়াত্রার তত্বাবধায়ক সরকার ভেঙে দেয়ার ব্যাপারে কোন মামলা দায়ের করা যাবে না।
|