ইস্রাইলের একজন সামরিক ব্যক্তি ১ অক্টোবর স্বীকার করেছেন, ১ অক্টোবর সকালে দক্ষিণ লেবাননে মোতায়েন ইস্রাইলের কয়েক ডজন সৈন্য প্রত্যাহারের ফলে ইস্রাইলের সকল সৈন্য প্রত্যাহার সম্পন্ন হয়েছে।
ইস্রাইলী বাহিনীর একজন কর্মকর্তা বলেছেন, লেবাননস্থ জাতিসংঘের অস্থায়ী বাহিনী ও লেবাননের সরকারী বাহিনী লেবানন ও ইস্রাইলের সীমান্ত এলাকায় মোতায়েনে ইস্রাইল সন্তোষ প্রকাশ করেছে। ইস্রাইলী বাহিনীর চীফ অব দি জেনারেল স্টাফ হালুটজ ১ অক্টোবর সর্তক করে বলেছেন, লেবাননের হিজবুল্লাহ সংগঠন লেবানন ও ইস্রাইলের সীমান্ত এলাকায় তত্পরতা চালালে ইস্রাইল তার ওপর প্রতি আঘাত হানবে।
|