৩০ সেপ্টেম্বর রাশিয়ার উত্তর ককেশিয়ার বাহিনীর সেনাপতি ভালেরি বারানভ বলেছেন, জর্জিয়া থেকে রাশিয়ার সৈন্য প্রত্যাহারের বিষয়টি স্থগিত করা হয়েছে।
তিনি এক সংবাদ সম্মেলনে বলেছেন, ককেশিয়ার বাইরে মোতায়েন রাশিয়ার বাহিনী প্রত্যাহারের বিষয়টি এখন বিষয়টি এখন স্থগিত। সংশ্লিষ্ট বাহিনীগুলো যুদ্ধের জন্যে প্রস্তুত রয়েছে। তবে যুদ্ধের প্রস্তুতি শুধু রাশিয়ার সেনা বাহিনী নিচ্ছে।
জর্জিয়াস্থ রাশিয়ার দূতাবাসের সকল কূটনীতিককেও প্রত্যাহার করে নেয়া হয়েছে।
একইদিনে জর্জিয়ার প্রতিরক্ষামন্ত্রী ওকরুয়াশভিলি বলেছেন, দু'দেশের মধ্যে স্বক্ষরিত চুক্তি অনুযায়ী রাশিয়ার বাহিনীর আগে জর্জিয়ায় প্রত্যাহার করা উচিত। রাশিয়ার বাহিনী জর্জিয়া থেকে প্রত্যাহারের প্রক্রিয়া এখনো শুরু হয়নি।
|