৩০ সেপ্টেম্বর মাটো ক্রোসোয় ২৯ সেপ্টেম্বরে ব্রাজিলের বিমান বাহিনীর নিখোঁজ হওয়া বোইং ৭৩৭-৮০০ যাত্রিবাহী বিমানের অবশিষ্ট বস্তু দেখা গেছে। ব্রাজিলের বিমান পরিচালনা ব্যুরোর একজন কর্মকর্তা বলেছেন, বিমানের কোন যাত্রীরই জীবিত থাকার সম্ভাবনা নেই।
জানা গেছে, এই যাত্রিবাহী বিমানের অবশিষ্ট বস্তু আজেভেডোর প্রায় ২০০ কিলোমিটার দূরে রেড ইন্ডিয়ান এলাকার কাছাকাছি দেখা গেছে। ব্রাজিলের বিমান পরিচালনা ব্যুরোর পরিচালক কার্লোস পেরেইরা এক সংবাদ সম্মেলনে বলেছেন, যাত্রিবাহী বিমান বিধ্বস্ত হওয়ার জায়গাটি গভীর বনের ভিতর অবস্থিত। উদ্ধারকারী দল এখোনো বিধ্বস্ত স্থালে পৌঁছায় নি।
|