ভেনিজুয়েলার জ্বালানিসম্পদ ও তেল মন্ত্রণালয়ের ২৯ সেপ্টেম্বর প্রকাশিত ইস্তাহারে বলা হয়েছে, পয়লা অক্টোবর থেকে ভেনিজুয়েলা প্রতিদিন তেলের উত্পাদন ৫০ হাজার ব্যারেল করে কমাবে।
ইস্তাহারে বলা হয়েছে, ভেনিজুয়েলার জ্বালানিসম্পদ ও তেল মন্ত্রী রাফায়েল রামিরেজ ওপেকের পালাক্রমিক চেয়ারম্যান এডমন্ড ডাউকোরুকে তাদের উত্পাদন কমানোর পরিকল্পনার কথা জানিয়েছেন। তেলের সরবরাহের পরিমান যথেষ্ট বলে এই সপ্তাহে ভেনিজুয়েলার তেলের গড়পড়তা দাম গত মাসের চেয়ে ব্যারেল প্রতি ৮ ডলার কমেছে।
২৮ সেপ্টেম্বর নাইজেরিয়ার তেলের উত্পাদনও ১২০ হাজার ব্যারেল কমানোর কথাও প্রকাশ করেছে। কিন্তু বিশ্লেষকদের মতে এই দু'টি দেশের পরিকল্পনা নিউ ইয়র্কের তেল বাজারের উপর কোন প্রভাব ফেলবে না।
|