শ্রীলংকার বিশেষ পুলিশ বাহিনী ৩০ সেপ্টেম্বর সকালে শ্রীলংকার পূর্বাঞ্চলে সরকার বিরোধী সশস্ত্র সংস্থা তামিল ইলাম টাইগার মুক্তি সংস্থার সঙ্গে গুলি বিনিময় করে এই সংস্থার ১৫ জন সদস্যকে হত্যা করেছে।
ভারতের পি টি আই বার্তা সংস্থা সূত্রে জানা গেছে, টাইগার সংস্থা একইদিন সকালে শ্রীলংকার পূর্বাঞ্চলে অবস্থিত বিশেষ পুলিশের একটি ঘাঁটির ওপর হামলা চালিয়েছে। বিশেষ বাহিনী এর পাল্টা জবাব দিয়েছে। যুদ্ধে টাইগার সংস্থার ১৫ জন সদস্য নিহত হয়েছে। এ সময় শ্রীলংকার ২ জন পুলিশ আহত হয়েছে।
বর্তমানে শ্রীলংকার শান্তি প্রক্রিয়া বিষয়ক সমন্বয়কারী দেশ নরওয়ে অক্টোবরের প্রথম দিকে শ্রীলংকা সরকারের সঙ্গে টাইগার সংস্থার শান্তি আলোচনা পুনরুদ্ধারের প্রচেষ্টা চালাচ্ছে। দু'পক্ষ শান্তি প্রক্রিয়া আবার শুরু করতে রাজী হয়েছে। কিন্তু ছোটখাটো গুলি বিনিময় মাঝে মাঝে ঘটছে।
|