কিছু দিন আগে পেইচিংয়ে অনুষ্ঠিত চীনের কেন্দ্রীয় ব্যাংক--চীনা গণ ব্যাংকের একটি নিয়মিত অধিবেশনে মুদ্রা নীতি নিয়ে আলোচনা করা হয়েছে । অধিবেশনে অংশগ্রহণকারীরা মনে করেন , চীনে অব্যাহতভাবে স্থিতিশীল মুদ্রা নীতি কার্যকর করা উচিত । ঋণ দানের পরিমান এক উপযুক্ত মানে নিয়ন্ত্রণ করতে হবে এবং রেন মিন পির বিনিময় হার ব্যবস্থা আরো নিঁখুত করতে হবে ।
কেন্দ্রীয় ব্যাংকের ধারনা , চীনের জাতীয় অর্থনীতি প্রসারের পরিস্থিতি ভালো , কেন্দ্রীয় ব্যাংকের সামষ্টিক নিয়ন্ত্রণ অনুকূল প্রভাব বিস্তার করছে । তবে চীনের অর্থনীতির গঠন আরো যুক্তিযুক্ত করা উচিত । বিদেশের সঙ্গে বাণিজ্যের ভারসাম্যহীন সমস্যা , সম্পদ ও পরিবেশ সমস্যা গুরুতর । এ সব সমস্যা সমাধানের জন্য পরবর্তীকালে চীনে অব্যাহতভাবে অভ্যন্তরিণ চাহিদা বাড়াতে , পুঁজিবিনিয়গ আরো যুক্তিযুক্ত করতে হবে , বাণিজ্যের ঘাটতি সমস্যা সমাধান করতে হবে এবং রেন মিন পির বিনিময় হারের স্থিতিশীলতা বজায় রাখতে হবে ।
|