২৯ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট জজ ডাবলিও বুশ আফগানিস্তানে সন্ত্রাস দমন যুদ্ধের সমস্যাগুলোর কথা স্বীকার করেছেন। তিন্তু তিনি বলেছেন, শেষ পযর্ন্তযুক্তরাষ্ট্র 'তালিবান' সহ সারা পৃথিবীর বিভিন্ন জায়গার সন্ত্রাসবাদীদেরপরাজিত করতে পারবে। তিনি বলেছেন, বর্তমানে আফগানিস্তানে 'তালিবান ' গ্রুপ পুনরায় তত্পর হচ্ছে। দেশের দক্ষিণাংশে সহিংস তত্পরতা পুনরায় তীব্রতর হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র এই পরিস্থিতি আলোকে প্রাসঙ্গিক নীতিপন্থা পুনরুদ্ধা করবে। তিনি আরও বলেছেন, প্রেসিডেন্ট কারজায়ির নেতৃত্বাধীন আফগান সরকার আফগান জনসাধারণের সমর্থন জয় করতে শুরু করেছে।
২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের অপেক্ষামান কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দেয়ার সময় বুশ এই দৃষ্টিভঙ্গি ব্যক্ত করেছেন।
|