চীনের বাণিজ্যমন্ত্রণালয়ের উপ-মন্ত্রী কাও হুছেং ২৯ সেপ্টেম্বর হংকংয়ে ঘোষণা করেছেন যে, চীনের রপ্তানি পণ্য বিষয়ক এক শো তম বিনিময় মেলা ১৫ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত কুয়াংচৌ শহরে অনুষ্ঠিত হবে। এবারকার বিনিময় মেলার ব্যাপকতা ইতিহাসে সবচেয়ে বৃহত্তম।
কাও হুছেং এক শো তম বিনিময় মেলার এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, এবারকার বিনিময় মেলায় মোট ৩১ হাজার ষ্টল থাকবে। মোট ৫০টি বিনিময় দলের ১৪ হাজারটিরও বেশী শিল্পপ্রতিষ্ঠান এই মেলায় অংশ নেবে। চীনের শিল্পপ্রতিষ্ঠানের মান তুলে ধরার জন্যে এবারকার বিনিময় মেলা প্রথমবারের মতো সার্বিক প্রদর্শনী এলাকা স্থাপন করবে। যাতে বিশেষভাবে কিছু বিখ্যাত শিল্পপ্রতিষ্ঠান অংশ নিতে পারে।
তিনি বলেছেন, বিনিময় মেলা অব্যাহতভাবে শ্রেষ্ঠ গুনগতমান প্রদর্শন করে চীনের বিশ্বশিল্পকে মানে উন্নত করবে এবং চীনের অর্থনৈতিক ক্ষেত্রের টেকসই উন্নয়ন বাস্তবায়ন করার লক্ষ্যে নতুন অবদান রাখবে।
|