জার্মানীর পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্ক ওয়াল্টার স্টেইনমেয়ার ২৯ সেপ্টেম্বর বলেছেন , তিনি ইরানের সঙ্গে আলোচনা বৈঠকে ইরানের পরমাণু সমস্যা সমাধান সংক্রান্তপ্রস্তাব পরিবর্তনের বিষয়টি প্রত্যাখ্যান করেছেন । জার্মানীর গণ মাধ্যমের সংবাদদাতাদের সঙ্গে এক সাক্ষাত্কারে তিনি এ কথা বলেছেন । তিনি আরো বলেছেন , সংশ্লিষ্ট পক্ষ ইতোমধ্যে ইরানকে সহযোগিতার প্রস্তাব দিয়েছে । আন্তর্জাতিক সম্প্রদায় এখন ইরানের কাছ থেকে এ প্রস্তাব নিয়ে আবার আলোচনার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে ।
স্টেইনমেইর বলেছেন , ২৮ সেপ্টেম্বর ইরানের পরমাণু আলোচনার শীর্ষ প্রতিনিধি আলি লারিজানির সঙ্গে তার বৈঠক আশাব্যঞ্জক হয়েছে । আশা করি এই বৈঠক ইরানের পরমাণু সমস্যার সমাধানের জন্য অনুকূল হবে ।
|