এপেকের ত্রয়োদশ মাঝারী ও ছোট ধরণের শিল্পপ্রতিষ্ঠান সংক্রান্ত মন্ত্রী পর্যায়ের সম্মেলন দুদিন চলার পর ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে শেষ হয়েছে । সম্মেলনে প্রধানত বাণিজ্য ও পুঁজি বিনিয়োগের প্রতিদ্বন্দ্বিতামূলক শক্তি বাড়ানোর ব্যাপারে মাঝারী ও ছোট ধরণের শিল্পপ্রতিষ্ঠানগুলোকে সহায়তার নীতি ও ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয় । সম্মেলনে এ অঞ্চলে মাঝারী ও ছোট ধরণের শিল্পপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেয়া হয় ।
সম্মেলনে গৃহীত "হ্যানয় ঘোষণায়" বলা হয়েছে ,বিশ্বায়নের দ্রুত বিকাশের পটভূমিকায় এপেকের বিভিন্ন অথনৈতিক গোষ্ঠী , বিশেষ করে উন্নয়নমুখী অর্থনৈতিক গোষ্ঠী এবং মাঝারী ও ছোট ধরণের শিল্পপ্রতিষ্ঠানগুলো বাণিজ্য ও পুঁজি বিনিয়োগ ব্যবহারের ক্ষেত্রে বিরাট চ্যালেঞ্জের সম্মুখীণ হচ্ছে । শিল্পপ্রতিষ্ঠানগুলোর বাণিজ্য ও পুঁজি বিনিয়োগের প্রতিদ্বন্দ্বিতামূলক শক্তি জোরদারের জন্যে এপেকের অন্তর্ভূক্ত বিভিন্ন অর্থনৈতিক গোষ্ঠীর বাস্তব পদক্ষেপ নেয়া উচিত ।
|