 জাপানের নতুন প্রধানমন্ত্রী আবে সিনজো ২৯ সেপ্টেম্বর বলেছেন , চীন ও দক্ষিন কোরিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করা এশিয়া এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ ।
সংসদের প্রতিনিধি পরিষদে রাজনৈতিক ভাষণ দেয়ার সময় আবে সিনজো মন্ত্রী সভার পররাষ্ট্র নীতি ব্যাখ্যা করেছেন । আবে সিনজো বলেছেন , জাপান-যুক্তরাষ্ট্র সম্পর্ক অব্যাহতভাবে বজায় রাখা ছাড়া , চীন ও দক্ষিণ কোরিয়া জাপানের গুরুত্বপূর্ণ প্রতিবেশি দেশ । তিনি বলেছেন , চীন ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করা এশিয়া এবং বিশ্বের জন্য অতি গুরুত্বপূর্ণ । তিনি বলেন , ভবিষ্যতের দিকে তাকিয়ে সংলাপে বসার যৌথ প্রয়াস চালানো খুব গুরুত্বপূর্ণ ।

তা ছাড়া , আবে সিনজো জাপান-রাশিয়া , জাপান-আসিয়ান সম্পর্কও ব্যাখ্যা করেছেন ।
|