চীন ও রাশিয়ার বিশেষজ্ঞরা ২৮ সেপ্টেম্বর পেইচিংয়ে অনুষ্ঠিত প্রথম "চীন-রুশ মৈত্রী ও কৌশলগত সংলাপে" বলেছেন, এখন রাশিয়া জ্বালানি সম্পদ রপ্তানীর বহুবিধ কৌশল কার্যকর করছে। যা চীন ও রাশিয়ার জ্বালানি সম্পদের সহযোগিতা ত্বরান্বিত করতে ইতিবাচক প্রভাব ফেলবে। দু'পক্ষ এই ক্ষেত্রে সহযোগিতার ভবিষ্যত সম্ভাবনা নিয়ে আশাবাদী।
চীন ও রাশিয়ার পঞ্চাশ জনেরও বেশি বিশেষজ্ঞ ও পন্ডিত জ্বালানি সম্পদ, সন্ত্রাস দমন ক্ষেত্রে সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করেছেন। দু'পক্ষের বিশেষজ্ঞরা স্বীকার করেছেন, চীন ও রাশিয়ার জ্বালানি সম্পদ ক্ষেত্রের সহযোগিতা আলোচনার পর্যায় থেকে কার্যকর পর্যায়ে প্রবেশ করেছে। দু'দেশের মধ্যে সহযোগিতার সুযোগ বাড়ছে । পারস্পরিক উপকারিতা ও উভয় পক্ষের জন্যেই কল্যাণকর দিকে যাচ্ছে।
চীনা বিশেষজ্ঞরা বলেছেন, চলতি বছরের মার্চ মাসে চীন ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত চুক্তিতে উল্লেখ করা হয়েছে যে, জ্বালানি সম্পদ ক্ষেত্রে চীন ও রাশিয়া উভয় পক্ষ বহুবিধ কৌশল অবলম্বন করবে। এ থেকে প্রমাণিত হয়েছে যে, রাশিয়ার জ্বালানি সম্পদের রপ্তানির কৌশলের পরিবর্তন করা হয়েছে। অর্থাত্ রাশিয়া শুধু পাশ্চাত্যের দেশগুলোতে জ্বালানি সম্পদ রপ্তানী করার পরিবর্তে প্রাচ্যের দেশগুলোতেও রপ্তানীর কৌশল নির্ধারন করেছে।
রুশ বিশেষজ্ঞরা বলেছেন, দু'দেশের বর্তমান জরুরী কাজ হচ্ছে পেট্রোলিয়ামের পাইপ লাইন ও প্রাকৃতিক গ্যাসের পাইপ লাইন প্রভৃতি বুনিয়াদী ব্যবস্থার নির্মাণ কাজ জোরদার করা।
|