মার্কিন ডেমোক্রেট সিনেটর চালর্স সুমার ও রিপাবলিকান সিনেটর লিনদসেই গ্রাহাম ২৮ সেপ্টেম্বর রেনমিনবির বিরুদ্ধে তাদের প্রস্তাব ত্যাগ করার কথা বলেছেন।
সংবাদ সম্মেলনে গ্রাহাম বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট বুশ ২৮ সেপ্টেম্বর সুমার ও তাঁর সঙ্গে সাক্ষাত্কালে চলতি সপ্তাহে তাঁদের উপস্থাপিত চীনের পণদ্রব্যের ওপর দন্ড শুল্ক আদায় করা সংক্রান্ত প্রস্তাব ত্যাগ করার দাবি জানিয়েছেন। এবং আশা করেন তারা নতুন অর্থমন্ত্রী হেনরি পলসনকে আরও বেশী সময় দিয়ে চীনের সঙ্গে রেনমিনবির হার বিষয় নিয়ে আলোচনা করবেন।
|