ইরানের প্রেসিডন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২৮ সেপ্টেম্বর তেহরানের পশ্চিমাঞ্চলের কারাজ শহরে বলেছে, ইরান পরমাণু পরিকল্পনায় নতি স্বীকার করবে না এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রমবন্ধ করবে না।
আহমাদিনেজাদ স্থানীয় জনসমাবেশে বলেছেন, ইরান বাইরের চাপে পিছপা হবে না। ইরান পশ্চিমা দেশগুলোর দাবি অনুসারে ইউরেনিয়ান সমৃদ্ধকরণ তত্পরতা বন্ধ করবে না।
পরমাণু আলোচনা বিষয়ক ইরানের প্রধান প্রতিনিধি আলি লারিজানি ই ইউ'র কূটনৈতিক ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধি জাভিয়ার সোলানার সঙ্গে বার্লিনে পরমাণু সমস্যা নিয়ে বৈঠক করার পরে আহমাদিনেজাদ উল্লেখিত বক্তব্য দিয়েছেন। তিনি এর আগের দিনে অনুষ্ঠিত এক সেমিনারে বলেছেন, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করবে না।
|