v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-09-29 13:05:54    
চীন পুঁজি বিনিয়োগের কেন্দ্রবিন্দু শহর থেকে গ্রামে স্থানান্তর করেছে

cri
    চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও সরকারের কাজকর্ম সংক্রান্ত এক প্রতিবেদনে বলেছেন , চীনের পুঁজি বিনিয়োগের ক্ষেত্র বিন্যাস করার জন্যে আমাদের অঙ্গিকার করতে হবে । বুনিয়াদি গঠনকাজের ওপর সরকারের বরাদ্দের কেন্দ্রবিন্দুকে গ্রামাঞ্চলে স্থানান্তর করতে হবে । এটা একটি গুরুত্বপূণ পরিবর্তন । প্রধানমন্ত্রী ওয়েনের এই বক্তব্যে প্রমাণিত হয়েছে যে, চীনে পুঁজি বিনিয়োগের কেন্দ্রবিন্দুর ঐতিহাসিক স্থানান্তর হয়েছে ।

    পুঁজি বিনিয়োগের দিকস্থিতি সবসময় অর্থনৈতিক নীতির মধ্যে একটি সবচেয়ে গুরুত্বপুর্ণ বিষয়বস্তু । প্রধানমন্ত্রীর প্রতিবেদনে বলা হয়েছে , এ বছর চীনের কেন্দ্রীয় সরকার কৃষি, গ্রামাঞ্চল ও কৃষকদের খাতে ৩৩৯ বিলিয়ন৭০ কোটি ইউয়ান বরাদ্দ করবে । এটা গত বছরের তুলনায় ৪২ বিলিয়ন ২০ কোটি ইউয়ান বেশি । এর বৃদ্ধি হার ১৪.২ শতাংশে দাঁড়িয়েছে । এই সংখ্যা কেন্দ্রীয় সরকারের মোট আয় ও মোট ব্যয় বৃদ্ধি হারের চেয়েও বেশি । এই বরাদ্দের অনুপাত কেন্দ্রীয় সরকারের মোট ব্যয়ের ২১.৪ শতাংশে পৌছেছে ।

    সরকারের কাজকর্ম সংক্রান্ত প্রতিবেদন অনুসারে চীনের পুঁজি বিনিয়োগের ক্ষেত্র বিন্যাসের পর চীনে প্রধানত ক্ষুদ্রাকার জলবিদ্যুত ব্যবস্থার মত কৃষির বুনিয়াদি গঠনকাজ জোরদার করা হবে , বন্যা নিবারণ ও খরা প্রতিরোধ এবং বিপর্যয় হ্রাসের ব্যবস্থা জোরদার করা হবে , গ্রামাঞ্চলের রাস্তা, খাবার পানি , মিথেন গ্যাস , বিদ্যুত ও টেলিযোগাযোগের মত বুনিয়াদি ব্যবস্থা ও আবাসিক এলাকার পরিবেশ উন্নয়নের ব্যবস্থা সুসংহত করা হবে এবং শিক্ষা , স্বাস্থ্য রক্ষা ও সংস্কৃতির মত গ্রামাঞ্চলের গণ কল্যাণমূলক ব্যবস্থা নির্মাণের কাজ জোরদার করা হবে ।

    সাম্প্রতিক বছরগুলোতে চীনে শহরের দ্রুত উন্নতি হয়েছে । এর পটভূমিকায় চীনের গ্রামাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন পিছিয়ে পড়েছে । সুতরাং শহর ও গ্রামের ব্যবধান বেড়ে চলেছে । শহর ও গ্রামের উন্নয়নের এই ভারসাম্যহীনতা যেমন গ্রামাঞ্চলের উত্পাদন শক্তির বিকাশ ও কৃষকতদের জীবনযাত্রার মানোন্নয়ন ব্যহত করেছে , তেমনি স্পষ্টতই চীনের অভ্যন্তরীণ বাজারের সম্প্রসারণ সীমিত করেছে । এক পরিসংখ্যান থেকে জানা গেছে , চীনের সামাজিক ভোগ্য পণ্যগুলোর মোট মূল্যের মধ্যে জেলা ও জেলার নিম্ন স্তরের অনুপাত ১৯৯৩ সালে ছিল ৪২ শতাংশ , ১৯৯৬ সালে ছিল ৩৯.৬ শতাংশ এবং ২০০৪ সালে তা ৩৪.১ শতাংশে দাঁড়িয়েছে ।

    চীনের গণ রাজনৈতিক পরিষদের বর্তমান জাতীয় কমিটির সদস্য সিয়াও চোও চি বলেছেন , উপরোক্ত পরিসংখ্যান থেকে প্রতীয়মাণ হয় যে , চীনের গ্রামাঞ্চলের উন্নয়নের মন্থর গতি ও কৃষকদের আয় বৃদ্ধির মন্থর গতি ইতোমধ্যে চীনের অর্থনীতির নিরন্তর দ্রুত উন্নয়নের পথে একটি বাধা হয়ে দাঁড়িয়েছে । পুঁজি বিনিয়োগের কেন্দ্রবিন্দু গ্রামাঞ্চলে স্থানান্তর করার পর সরাসরি গ্রামাঞ্চলব্যয় উত্সাহিত করা হবে , গ্রামাঞ্চলের বাজার সম্প্রসারণ করা হবে এবং চীনের গ্রামীন অর্থনীতি তথা গোটা অর্থনীতির উন্নয়ন ত্বরান্বিত করা হবে ।

    চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের সমষ্টিক অর্থনীতি গবেষণাগারের উপপরিচালক মা সিয়াও হো বলেছেন , পুঁজি বিনিয়োগের কেন্দ্রবিন্দু গ্রামাঞ্চলে স্থানান্তর বাস্তবায়নের পর বর্তমানের কিছু পেশার অতিরিক্ত উত্পাদন সামর্থ্য ব্যবহার ও আহরণ করা যাবে । তিনি আরো বলেছেন , গত কয়েক বছরে রাষ্ট্রীয় ঋণপত্রের প্রচলন এবং আর্থিক আয় মোটামুটি পরিপক্ক হওয়ায় পুঁজি বিনিয়োগের ক্ষেত গ্রামাঞ্চলের বুনিয়াদি ব্যবস্থা নির্মাণের কাজে স্থানান্তর করা উচিত ।

    এক পরিসংখ্যান থেকে জানা গেছে , ২০০৫ সালে চীনের গ্রামাঞ্চলের সাশ্রয়ভিত্তিক জলসেচ , খাবার পানি , গ্রামীন রাস্তা ও মিথেন গ্যাস গ্রামীন জলবিদ্যুত ব্যবস্থার মত ছোট আকারের প্রকল্প নির্মাণের ক্ষেত্রে সরকার মাত্র ২৯ বিলিয়ন ৩০ কোটি ইউয়ান বরাদ্দ করেছে । এটা কেন্দ্রীয় সরকারের মোট আর্থিক আয়ের ১ শতাংশেরও কম । কিন্তু একই সময় ২০০৫ সালে চীনের গোটা সমাজের স্থিতিকৃত পুঁজি বিনিয়োগের পরিমাণ ৮ হাজার বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে । তার মধ্যে শহরগুলোর বুনিয়াদি গঠনকাজের ক্ষেত্রে২ হাজার বিলিয়ন ইউয়ান বরাদ্দ করা হয়েছে । কোনো কোনো ক্ষেত্রে এমন কি উত্পাদন ক্ষমতা উদ্বৃত্ত থাকার অবস্থা দেখা দিয়েছে । চীনের মোট লোকসংখ্যার মধ্যে কৃষকদের অনুপাত এবং দেশের মোট উত্পাদন মূল্যের মধ্যে কৃষি ও গ্রামীন অর্থনীতির অনুপাতের তুলনায় উপরোক্ত বরাদ্দ স্পষ্টতই সামঞ্জস্যপূর্ণ নয় ।

    চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের সামষ্টিক অর্থনীতি গবেষণাগারের সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী চীনের সমগ্র গ্রামাঞ্চলে রাস্তা , পানি , প্রাকৃতিক গ্যাস , বিদ্যুত , টেলিযোগাযোগ , বেতার ও টেলিভিশন , পায়খানা , রান্না ঘর , স্কুল , ক্লিনিক গণ তত্পরতা চালানোর স্থাপনা ও আবর্জনা শোধন কেন্দ্রের মত ১৩টি প্রকল্প সম্পন্ন করার জন্যে ২ হাজার বিলিয়ন ইউয়ানের দরকার পড়বে ।

    চীনের জাতীয় গণ কংগ্রের বর্তমান জাতীয় কমিটির প্রতিনিধি ছিন ছি চিয়াং বলেছেন , চীনের পুঁজি বিনিয়োগের কেন্দ্রবিন্দু স্পষ্টতই গ্রামাঞ্চলে স্থানান্তর চীনের পুঁজি বিনিয়োগের ক্ষেত্র ও কাঠামো বিন্যাসের সংগে সম্পর্কিত । এতে প্রমাণিত হয়েছে যে, নতুন গ্রামাঞ্চল নির্মাণের সূচনা হবে । এটা চীনের দীর্ঘকালীন উন্নয়নের ওপর সুদূরপ্রসারী প্রভাব বিস্তার করবে ।