v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-09-29 11:38:11    
চিলিন প্রদেশে: নতুন গ্রাম নির্মাণের কার্যক্রম শুরু

cri
    **এই বছর চীনের খাদ্যশস্য উত্পাদনের পরিমাণ ৪৯০ বিলিয়ন কেজি ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে

    চীনের জাতীয় খাদ্যশস্য ও ভোজ্য তেল সংক্রান্ত তথ্য কেন্দ্রের মহাপরিচালক শাং ছিয়াংমিন সম্প্রতি অনুষ্ঠিত চীনের শরতকালের খাদ্যশস্য ও ভোজ্য তেলের বাজার সম্পর্কিত এক বিশলেষণমূলক সম্মেলনে বলেছেন, এই বছর চীনে সারা বছরের খাদ্যশস্যের উত্পাদন পরিমাণ ৪৯০ বিলিয়ন কেজি ছাড়িয়ে যাবে এবং একটানা তিন বছর ধরে উত্পাদন পরিমাণের বৃদ্ধির গতি বজায় রয়েছে।

    শাং ছিয়াংমিন বলেছেন, চীনের খাদ্যশস্য উত্পাদন ২০০৪ ও ২০০৫ সালে অনেক বেশী হয়েছে। ২০০৩ সালের তুলনায় ২০০৪ সালে খাদ্যশস্য উত্পাদন ৩৮.৮ বিলিয়ন কেজি বেড়েছে এবং ২০০৪ সালের তুলনায় ২০০৫ সালে ১৪.৫৫ বিলিয়ন কেজি বেড়েছে। এই বছর গ্রীষ্মকালের খাদ্যশস্যও অব্যহতভাবে বৃদ্ধি পায়। কিছু কিছু অঞ্চলে শরতকালের খাদ্যশস্য গুরুতর প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, তা সত্ত্বেও সারা বছরে খাদ্যশস্য উত্পাদানের পরিমাণ বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা যায়।

    **চিলিন প্রদেশে: নতুন গ্রাম নির্মাণের কার্যক্রম শুরু

    সমাজতান্ত্রিক নতুন গ্রাম নির্মাণ করার উদ্যোগ বেসরকারী শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্যে বাণিজ্যের বিরাট সুযোগ এনে দিয়েছে। বেশী কিছু বেসরকারী শিল্পপ্রতিষ্ঠান সক্রিয়ভাবে নতুন গ্রাম নির্মাণের সুযোগ কাজে লাগিয়েছে। সম্প্রতি চিলিন প্রদেশে "কৃষি, কৃষক ও গ্রামের" সঙ্গে বেসরকারী শিল্পপ্রতিষ্ঠানের যোগাযোগ এবং মিলিতভাবে নতুন গ্রাম নির্মাণ করার" কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বিশটি বেসরকারী শিল্পপ্রতিষ্ঠান চিলিন প্রদেশের বিশটিরও বেশী শহর, জেলা, মহকুমা ও গ্রামের অর্থনৈতিক সহযোগিতা সংস্থার সঙ্গে নতুন গ্রামের নির্মাণ সংক্রান্ত প্রকল্পে স্বাক্ষর করেছে।

    সমাজতান্ত্রিক নতুন গ্রাম নির্মাণের কাজে বেসরকারী শিল্পপ্রতিষ্ঠানগুলোকে উত্সাহিত করার জন্যে চিলিন প্রদেশের শিল্প ও বাণিজ্য ফেডারেশন ও নতুন গ্রামের নির্মাণ বিষয়ক নেতৃত্ব গ্রুপের অফিসের যৌথ উদ্যোগে এই কার্যক্রম আয়োজিত হয়। চীনা কমিউনিষ্ট পার্টির চিলিন প্রাদেশিক কমিটির উপ-সম্পাদক লিন ইয়ানচি বলেছেন, সমাজতান্ত্রিক নতুন গ্রাম নির্মাণ করার গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দায়িত্বে বেসরকারী শিল্পপ্রতিষ্ঠানগুলোর অংশ নেয়া উচিত। এই তত্পরতা চিলিন প্রদেশে বিভিন্ন সামাজিক সম্প্রদায়কে নতুন গ্রাম নির্মাণ করার কাজে অংশ নেয়ার ব্যাপারে সত্যিকার অর্থেই অগ্রগতি অর্জনের প্রতীক।

    **কৃষি মন্ত্রণালয়: একাদশ পাঁচশালা পরিকল্পানার সময়কালে কৃষি ক্ষেত্রে তিব্বতকে সাহায্য করার মাত্রা বাড়ানো হবে

    কৃষি মন্ত্রী তু ছিংলিন সম্প্রতি বলেছেন, "একাদশ পাঁচশালা পরিকল্পনাকালে কৃষি ক্ষেত্রে তিব্বতকে সাহায্য করার মাত্রা বাড়ানো হবে এবং "তিনটি লক্ষ্য" বাস্তবায়ন করা হবে। এ তিনটি লক্ষ্য হচ্ছে: তিব্বতের কৃষি ও পশুপালন ক্ষেত্রে বহুমুখী উত্পাদন ক্ষমতার স্থিতিশীল উন্নয়ন ত্বরান্বিত করা, ব্যাপক কৃষক ও পশুপালকদের আয় বাড়ানো এবং নতুন গ্রামের নির্মাণকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া।