চীন: দারফুর এলাকায় জাতি সংঘ শান্তি রক্ষা তত্পরতায় সুদান সরকারের অনুমোদন পাওয়া উচিত
cri
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং ২৮ সেপ্টেম্বর পেইচিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেছেন , চীন মনে করে যে, দারফুর এলাকায় জাতি সংঘ শান্তি রক্ষা তত্পরতায় সুদান সরকারের অনুমতি আদায় করা উচিত । এমনি করলে কেবল শান্তি রক্ষা তত্পরতা আশাপ্রদ ফল পাওয়া যাবে ।
ছিন কাং বলেছেন , চীন আন্তর্জাতিক সম্প্রদায়ের সংগে মিলে সেই এলাকায় অবিলম্বে শান্তি ও স্থিতিশীলতা বাস্তবায়নের জন্যে প্রচেষ্টা চালাতে ইচ্ছুক ।
|
|