প্রথম মধ্য চীন পুঁজি ও বাণিজ্য মেলা ২৮ সেপ্টেম্বর সাফল্যের সংগে শেষ হয়েছে । এ মেলায় পুজি আহরণের মোট ১ হাজার ১৯৯টি প্রটোকল স্বাক্ষরিত হয়েছে । বিদেশী পুঁজির মোট মূল্য ১০ বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি হয়েছে ।
এবারের মেলা গত ২৫ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত মধ্য চীনের হু নান প্রদেশের রাজধানী ছিয়াং সাতে অনুষ্ঠিত হয় । এর মূল প্রতিপাদ্য ছিল মধ্য চীনের উত্থান ত্বরান্বিত করা এবং চীনের পূর্ণ সাফল্য নিশ্চিত করা । মোট ২৬ হাজারেরও বেশি লোক এ মেলায় অংশ নিয়েছেন ।
জানা গেছে , দ্বিতীয় মধ্য চীন পুজি ও বাণিজ্য মেলা ২০০৭ সালের এপ্রিল মাসের শেষ দিকে হোনান প্রদেশের রাজধানী চেং চৌতে অনুষ্ঠিত হবে ।
|