১ অক্টোবর চীন গণ প্রজাতন্ত্রের৫৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী। ২৮ সেপ্টেম্বর চীনের জাতীয় গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান চিয়া ছিং লিন পেইচিংয়ে জাতীয় গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলন এবং যুক্ত ফ্রন্ট বিভাগ আয়োজিত জাতীয় দিবসের সন্বর্ধনানুষ্ঠানে বলেছেন, "স্বাধীন তাইওয়ান" পন্থী বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরোধীতা ও দমন করা এখনো প্রণালীর দু'পারের অধিবাসীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জরুরী কর্তব্য।
চিয়া ছিং লিন বলেছেন, বর্তমানে দু'পারের পরিস্থিতি স্বাধীন তাইওয়ান পন্থীদের বিচ্ছিন্নতাবাদী তত্পরতা দমন করার কারণ উপাদান বেড়ে যাচ্ছে। কিন্তু দু'পারের সম্পর্ক উত্তেজনাসংকুল হওয়ার মূল কারণ এখনো বাতিল হয় নি। মূলভূভাগ এক চীনের মৌলিক নীতি নড়চড় করবে না, দু'পারের সম্পর্ক শান্তিপূর্ণ ও স্থিতিশীলতার দিকে ত্বরান্বিত করবে, যত তাড়াতাড়ি সম্ভব স্বদেশের শান্তিপূর্ণ পুনরেকেত্রীকরণ সম্পন্ন করবে।
হংকং, ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের বিকাশ ও চীনের প্রবাসীদের কাজকর্ম প্রসঙ্গে চিয়া ছিং লিন বলেছেন, কেন্দ্রীয় সরকার হংকং, ম্যাকাওবাসীদের সঙ্গে দৃঢ়ভাবে এক দেশ দুই সমাজ ব্যবস্থার নীতি অনুসরণ করবে, মিলিতভাবে হংকং ও ম্যাকাওয়ের আরো উজ্জ্বল ভবিষ্যত সৃষ্টি করবে। চীন সরকার আগের মতো ভবিষ্যতেও প্রবাসী চীনাদের জন্য সুষ্ঠু পরিসেবা, প্রবাসী চীনা ও চীনা বংশোদ্ভুত বিদেশীদের জীবনযাপন ও উন্নয়নের উপর মনোযোগ রাখবে, তাঁদের বৈধ স্বার্ধ ও অধিকার রক্ষা করবে।
|