সুদানের প্রেসিডেন্ট ওমার হাসান আহমেদ আল-বাশির ২৭ সেপ্টেম্বর সুদানের পশ্চিমাংশের দারফুর অঞ্চলে অস্থায়ী সর্বোচ্চ প্রশাসনিক সংস্থা প্রতিষ্ঠার কথা ঘোষণা করেছেন।
সুদান সরকার এবং দারফুর অঞ্চলের সাবেক সরকার-বিরোধী সংস্থার নেতা মিনি মিনাভির মধ্যে গত ৫ মে স্বাক্ষরিত দারফুর শান্তি চুক্তি অনুযায়ী বাশির উপরোক্ত আদেশ দিয়েছেন। মিনাভি দারফুরের অস্থায়ী প্রশাসনিক সংস্থার চেয়ারম্যান নিযুক্ত হবেন এবং কয়েক দিনের মধ্যে দারফুর অঞ্চলের প্রথম স্থানীয় সরকার প্রতিষ্ঠার কথা ঘোষণা করবেন। দারফুর অঞ্চলের তিনটি রাজ্যের গভর্ণর এই সংস্থার ভাইস-চেয়ারম্যান নিযুক্ত হবেন।
সুদানে মোতায়েন আফ্রিকান ইউনিয়নের বিশেষ প্রতিনিধি দলের মুখপাত্র নরেনডিন মুজনি ২৭ সেপ্টেম্বর বলেছেন, অদূর ভবিষ্যতে আফ্রিকান ইউনিয়ন দারফুর অঞ্চলে মোতায়েন এই সংস্থার শান্তি রক্ষী বাহিনীর সংখ্যা বর্তমানের ৭০০০ থেকে ১০ হাজার ৫০০ করবে। তিনি বলেছেন, দারফুরের শান্তি চুক্তি অনুযায়ী আফ্রিকান ইউনিয়নের শান্তি রক্ষী বাহিনীকে কিছু নতুন দায়িত্ব দেয়া হয়েছে। যেমন বেসরকারী অঞ্চল প্রতিষ্ঠা, শরণার্থীদের নিরাপত্তা সুরক্ষা এবং বেআইনী সশস্ত্র সংস্থার সদস্যদের নিরসন্ত্রীকরণ ইত্যাদি। আফ্রিকান ইউনিয়নের শান্তি রক্ষী বাহিনীর সৈন্যের সংখ্যা না বাড়লে এই বাহিনী নতুন দায়িত্বগুলো পালন করতে পারবে না।
|