v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-09-28 18:37:17    
চীনের একটি মহাকাশ ব্রিডিং উপগ্রহ ফিরে এসেছে

cri
    এ মাসে সাফল্যের সঙ্গে চীনের প্রথম মহাকাশ ব্রিডিং উপগ্রহ উত্ক্ষেপন করেছে এবং এই উপগ্রহ ফেরত্ এসেছে । চীনের বিজ্ঞানীরা কয়েক দিন আগে ঘোষণা করেছেন যে , চীনের মহাকাশে ব্রিডিং প্রকল্পের বীজ বাছাইয়ের কাজ শুরু হয়েছে । অনুমান অনুযায়ী পরবর্তী পাঁচ বছরে চীনে ব্যাপকভাবে মহাকাশে ব্রিডিং করা বীজ ব্যবহার করা হবে।

    চীনের ' অনুশীলন ৮ ' উপগ্রহ মহাকাশে ১৫ দিন প্রদক্ষিণের পর ২৪ সেপ্টেম্বরআবার পৃথিবীতে ফিরে এসেছে । এই উপগ্রহের ডিজাইনার থান পো ছান আমাদের সংবাদদাতাকে জানিয়েছেন , মোট দু' শ' কিলোগ্রাম শস্যের বীজ এই উপগ্রহ যোগে মহাকাশ ভ্রমণ করেছে । এই উপগ্রহ চীনের প্রথম মহাকাশ বীজ ব্রিডিং উপগ্রহ । থান পো ছান বলেছেন , ' অনুশীলন ৮ ' উপগ্রহে মোট ন' প্রজাতির ২০২০ প্যাকেট বীজ ছিল , এ গুলোর মোট ওজন ২০৮ কিলোগ্রাম । মহাকাশে উপগ্রহটির ক্যাবিনের তাপ মাত্রা সবসময় ৭ থেকে ২০ ডিগ্রি সেন্টিগ্রেটের মধ্যে ছিল ।

    বিজ্ঞানীরা মনে করেন , ওজনহীন অবস্থায় কিছু কিছু বীজের পরিবর্তন হবে । এই পরিবর্তনের কল্যাণে এই সব বীজ থেকে ভালো ফলন ও উচ্চ মানের নতুন বীজ সৃষ্টি করা যায় । এই কারণেই বীজগুলো মহাকাশে পাঠানোর ব্যবস্থা নেয়া হয় ।

    বীজগুলো মহাকাশে পাঠানো ব্রিডিংয়ের প্রথম পদক্ষেপ মাত্র । বিজ্ঞানীরামহাকাশে পাঠানো এই সব বীজ বেছে নেবেন এবং পরীক্ষামূলকভাবে বোপন করবেন । তিন থেকে পাঁচ বছর পরই বিজ্ঞানীরা নতুন ধরনের শস্য সৃষ্টি করতে পারবেন ।

    এই মহাকাশ বীজ ব্রিডিন প্রকল্পের দায়িত্বশীল কর্মকর্তা লিউ লু সিয়ান বলেছেন , চীনের উপগ্রহ উত্ক্ষেপণ বিভাগ ইতোমধ্যে উপগ্রহের সব বীজ কৃষি বিভাগকে দিয়েছে । গবেষণার জন্য এ সব বীজ চীনের প্রায় শতাধিক কৃষি গবেষণা সংস্থা ও বিশ্ববিদ্যালয়ে পাঠানো হবে।

   তিন বছরের মধ্যে চীনের বিজ্ঞানীরা এই সব মহাকাশে ব্রিডিং করা বীজের মাধ্যমে পরীক্ষামূলকভাবে উন্নত মানের শস্য সৃষ্টি করবেন , তবে বিপুল পরিমানের নতুন বীজ পাঁচ বছর পর কাজে লাগান যেতে পারে ।

    আসলে মহাকাশ ব্রিডিং উপগ্রহ ' অনুশীলন ৮ ' উত্ক্ষেপনের আগে , গত শতাব্দীর আশির দশক থেকে চীন অন্যান্য উপগ্রহ ব্যবহার করে দশ-বারো বার মহাকাশে বীজ ব্রিডিংৱ পরীক্ষা চালিয়েছে এবং ৬০টিরও বেশী নতুন শস্য সৃষ্টি করেছে । সংশ্লিষ্ট বিভাগের তথ্য থেকে জানা গেছে , এ সব নতুন জাতের শব্জির গুনগতমান ভালো , উত্পাদনের পরিমান বেশি । নতুন জাতের টমেটোর স্বাদ মিষ্টি, ফলের রস বেশি , প্রতিটি টমেটোর ওজন আড়াই শ' গ্রাম । কাঁচা মরিচের ভিটামিন সির পরিমান সাধারণ কাঁচা মরিচের চেয়ে ২০ শতাংশ বেশি ।

    চীনের মহাকাশ ব্রিডিং প্রকল্পের বিশেষজ্ঞ লিউ লু সিয়ান বলেছেন , গবেষণায় এটা প্রমাণিত হয়েছে যে নতুন জাতের শস্য ও শব্জিনিরাপদ ও বিষমুক্ত । নাগরিকরা নিশ্চিন্তে খেতে পারেন । লিউ লু সিয়ান বলেছেন , বিজ্ঞানীরা মহাকাশে বীজগুলোতে অন্যে কিছু উপাদান দেয়ার ব্যবস্থা করেন নি । তাই বীজগুলোর নিজের পরিবর্তন হলেও এই সব পরিবর্তন থেকে কোনো বিষাক্ত প্রক্রিয়া সৃষ্টি হবে না । তাই উন্নত জাতের বীজের ফল , শব্জী ও শস্য নিরাপদ , এতে বিষাক্ত কিছু নেই ।

    তিনি আরো বলেছেন , চীনের আবাদী জমির দুই তৃতীয়াংশের উত্পাদনের পরিমান কম বা অপেক্ষাকৃত কম । চীনের আবাদী জমির দশ ভাগের একভাগ জমিতে নতুন ধরনের বীজ বপন করলে চীনের খাদ্যশস্যের পরিমান লক্ষণীয়ভাবে উন্নত হবে । জানা গেছে , ২০০৭ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত চীনে ব্যাপকভাবে মহাকাশে ব্রিডিং করা বীজ ব্যবহার করা হবে । তখন প্রায় এক হাজার ৮ শ' একর জমিতে এই ধরনের নতুন বীজ বপন করা হবে , সেই সময় চীনের খাদ্যশস্যের উত্পাদন পরিমান এক বিলিয়ন থেকে দেড় বিলিয়ন কিলোগ্রাম বেশি হবে ।