চীনে নিযুক্ত ইউ এন ডি পির প্রতিনিধি খালিদ মালিক বলেছেন , তার সংস্থা চীনের সংশ্লিষ্ট বিভাগের সংগে সহযোগিতা করে নানা উপায় গ্রহণের মাধ্যমে দারিদ্র্য-বিমোচনে চীনকে সহায়তা করবে ,যাতে অবিলম্বে চীনের স্বচ্ছ সমাজ গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়ন করা যায় ।
চীনা সাংবাদিকদের দেয়া এক সাক্ষাতকারে মালিক বলেছেন ,১৯৭৯ সাল থেকে এ পর্যন্ত ইউ এন ডি পি দারিদ্র্য-বিমোচন , কৃষি, পরিবেশ সংরক্ষণ , জ্বালানী সম্পদ ও সামাজিক উন্নয়নের মত বহ ক্ষেত্রে ৬ শ'রও বেশি প্রকল্প চালু করেছে । প্রকল্পগুলোর পুঁজি ৮৭ কোটি ৩০ লাখ মার্কিন ডলারে দাঁড়িয়েছে । এর মধ্যে ১০ কোটি মার্কিন ডলারের প্রকল্প দারিদ্র্য-বিমোচনের সংগে জড়িত রয়েছে ।
তিনি বলেছেন , আগামী ৫ বছরে ইউ এন ডি পি সাহায্য বাবদ চীনকে আরো ২৮ কোটি মার্কিন ডলার দেবে । এর মধ্যে দারিদ্র্য-বিমোচনের কাজে ৯ কোটি মার্কিন ডলার ব্যয় হবে ।
|