চীন-রুশ মৈত্রী সংক্রান্ত প্রথম রণকৌশলগত সংলাপ ২৮ সেপ্টেম্বর পেইচিংয়ে অনুষ্ঠিত হয়েছে । দু দেশের ডজন খানেক বিশেষজ্ঞ ও পন্ডিত এ সংলাপে অংশ নিয়েছেন । তাঁরা দু দেশের সম্পর্ক উন্নয়নের গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করেছেন যাতে বেসরকারী পর্যায় ও তত্বগত স্তর থেকে চীন-রুশ রণকৌশলগত ও সহযোগিতামূলক সম্পর্কের বিকাশকে সামনে এগিয়ে নেয়া যায় ।
সংলাপে উভয় পক্ষের প্রধান আলোচ্য বিষয় ছিল বিশ্ব কাঠামো ও আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে চীন-রুশ রণকৌশলগত ও সহযোগিতামূলক সম্পর্কের তাত্পর্য এবং দু পক্ষের সন্ত্রাস-বিরোধী সহযোগিতা ও জ্বালানী সম্পদের সহযোগিতা ।
চীনের গণ রাজনৈতিক পরামর্শ পরিষদের জাতীয় কমিটির ভাইস চেয়ারম্যান লি কুই সিয়ান ও রুশ ফেডারেল কমিটির ভাইস চেয়ারম্যান নিকোলায়েভ এ সংলাপে অংশ নিয়েছেন ।
|