প্রাচীন চীনের বিশিষ্ট পন্ডিত কনফুসিয়াসের ২৫৫৭ জন্ম জয়ন্তী উপলক্ষে ২৭ সেপ্টেম্বর চীনের শান তুং প্রদেশের ছুই ফু কনফুসিয়াস শিক্ষাসদন চালু হয়েছে ।
কনফুসিয়াসের জন্মভূমি - পূর্ব চীনের শান তুং প্রদেশের ছুই ফু শহরে এ শিক্ষাসদন প্রতিষ্ঠিত হয়েছে । শিক্ষাসদনটি চীনের বিভিন্ন যুগের শিক্ষাসদনের শিক্ষকতা , পুস্তক লেখা ও রাখার ঐতিহ্য প্রসারিত করে কনফুসিয়াসের মতবাদকে কেন্দ্রবিন্দু হিসেবে গ্রহণ করে ব্যাপক পর্যায়ে দেশ বিদেশের শ্রেষ্ঠ সংস্কৃতি আহরণ করে চীনের ঐতিহ্যিক সংস্কৃতির আদান-প্রদান সংক্রান্ত বক্তৃতা , প্রকাশনা ও প্রদর্শনীর মত সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন করবে ।
উল্লেখ্য যে, কনফুসিয়াস ছিলেন চীনের প্রাচীনকালের একজন চিন্তাবিদ ও শিক্ষাবিদ । তিনি কনফুসিয়াস মতবাদ সৃষ্টি করেছিলেন । তাঁর চিন্তাধারা ও মতবাদ চীনের সমাজের ওপর সুদূরপ্রসারী প্রভাব বিস্তার করেছে । এটি চীনা জাতির ঐতিহ্যিক সংস্কৃতির প্রধান ধারা । সারা পৃথিবীতেও কনফুসিয়াসের ব্যাপক প্রভাব রয়েছে ।
|