বিশ্ব ব্যাঙ্ক, ইউরোপীয় ইউনিয়ন এবং চীন সরকারের প্রথম যৌথ উদ্যোগে পুঁজি বিনিয়োজিত প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা প্রকল্প ২৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
এই প্রকল্পে চীনের ছাংচিয়াং ও চুচিয়াং এই দুটি বড় নদী অববাহিকার ইয়ুনান , কুইচৌ, হুপেই, ছুংছিং এই চারটি প্রদেশের ৩৭টি জেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে স্থানীয় প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা এবং দারিদ্র্য বিমোচন। এ প্রকল্পের পুঁজির পরিমাণ ২০ কোটি মার্কিন ডলার।
ইয়ুনান , কুইচৌ, হুপেই , ছুংছিং এই চারটি প্রদেশে ছাংচিয়াং ও চুচিয়াং এই দুটি বড় নদীর উচ্চ অববাহিকার ভূমি ক্ষয় গুরুতর। অনুমান অনুযায়ী, পরবর্তী ছয় বছরে এই প্রকল্পের মাধ্যমে মাধ্যমে এই অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ এবং অর্থনৈতিক উন্নয়ন একটি সুষ্ঠু চক্রে প্রবেশ করবে।
|