চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র লি ওয়ে ই ২৭ সেপ্টেম্বর পেইচিংয়ে বলেছেন , তাইওয়ান প্রণালীর দু 'পারের কৃষির আদান-প্রদান ও সহযোগিতা কৃষির উন্নয়নের জন্যে ব্যাপক সম্ভাবনা এনে দিয়েছে ।
উল্লেখ্য, তাইওয়ানের সংশিলিষ্ট বিভাগ সম্প্রতি বলেছে , প্রণালীর দু পারের কৃষি বিনিময় তাইওয়ানের কৃষির ওপর প্রতিকূল প্রভাব ফেলবে । এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে লি ওয়ে ই এ কথা বলেছেন ।
তিনি আরো বলেন , এ বক্তব্য অত্যন্ত সংকীর্ণ ও একপেশে । তিনি বলেন , প্রণালীর দু'পারের কৃষি ক্ষেত্রে একে অপরের পরিপূরক হতে পারে । দু পাশের কৃষির সহযোগিতা জোরদারের মাধ্যমে দু'পারের কৃষি খাত ও উপকৃত হবে এবং দু'পারের কৃষির সম্মিলিত উন্নয়ন সম্ভব হবে । তাইওয়ানের বহু কৃষি শিল্পপ্রতিষ্ঠান মূলভূখন্ডে পুঁজি বিনিয়োগ করে যে সাফল্য পেয়েছে , তাতে এ সত্যই প্রমাণিত হয়েছে ।
|