"কনফুসিয়াস সংস্কৃতি বিষয়ক তাইওয়ানের দু'পারের বিনিময় সপ্তাহ" শীর্ষক অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর রাতে কনফুসিয়াসের জন্মভূমি শানতোং প্রদেশের ছুইফুয়ে শুরু হয়েছে। এবারের অনুষ্ঠানের লক্ষ্য হচ্ছে দু'পারের সাংস্কৃতিক বিনিময় জোরদার করা।
বিনিময় সপ্তাহে দু'পারের বিভিন্ন মহলের ব্যক্তিরা "২০০৬ সালে কনফুসিয়াসের প্রতি শ্রদ্ধা নিবেদন" অনুষ্ঠানের আয়োজন করবেন। শানতোং প্রদেশের ছুইফুয়ের কনফুসিয়াস মন্দির ও তাইওয়ানের থাইপেই কনফুসিয়াস মন্দির উভয়েই মিলিতভাবে কনফুসিয়াসের প্রতি শ্রদ্ধা নিবেদন করবে। তা ছাড়া, তাইওয়ানের কিছু যুবক-যুবতীরা কনফুসিয়ানের জন্মভূমি পরিদর্শন করবেন। কনফুসিয়াস সংস্কৃতি বিষয়ক দু'পারের শীর্ষ সম্মেলনও সঙ্গে সঙ্গে অনুষ্ঠিত হবে।
তাইওয়ান প্রণালীর দু'পারের সম্পর্ক বিষয়ক সমিতির উপ পরিচালক ওয়াং জেইসি উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, কনফুসিয়াস সংস্কৃতি সম্পর্কে এই অনুষ্ঠান আয়োজন দু'পারের বিনিময় ও সহযোগিতা জোরদার করতে সক্রিয় ভুমিকা পালন করবে।
|