ফিলিস্তিনের স্বপ্রশাসনিক সরকারের পররাস্ট্রমন্ত্রী মাহমুদ আল-জাহার ২৬ সেপ্টেম্বর গাজায় সংবাদিকদের বলেছেন, হামাস ইসরাইলকে অস্বীকারের ব্যাপারে অত্যন্ত দৃঢ়। হামাস মধ্য-প্রাচ্য ইস্যুতে সংশ্লিষ্ট চার পক্ষের দাবি মেনে নেবে না।
জাহার জোর দিয়ে বলেছেন, ইসরাইলকে স্বীকার করা, প্রতিরোধ তত্পরতা বন্ধ করা এবং ফিলিস্তিন-ইসরাইল স্বাক্ষরিত চুক্তি পালন করা এই তিনটি নীতি ইতোমধ্যে ব্যর্থ হয়েছে। "এই সব ব্যবস্থায় ফিলিস্তিন জনগণের স্বার্থ রক্ষা করা হয়নি। এই নীতি ফিলিস্তিনের নুন্যতম রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তার চাহিদা মেটাতে পারে না।
তিনি বলেছেন, হামাসের নেতৃত্বাধিন সরকার ও ফিলিস্তিনের বিভিন্ন সম্প্রদায় যৌথ সরকার গঠনের ব্যাপার নিয়ে আব্বাসের সঙ্গে আলোচনা করে যাবে।
|