চীনের হুয়া ওয়েই কোম্পানি ২৬ সেপ্টেম্বর ইসলামাবাদে পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম টেলিযোগাযোগ কোম্পানি ইউফোনের সঙ্গে ৫৫কোটি মার্কিন ডলার মূল্যের জি.এস.এম ব্যবসার চুক্তি স্বাক্ষর করেছে।
পাকিস্তানস্থ চীনা রাষ্ট্রদূত জাং ছুয়েন শিয়াং ও পাকিস্তানের তথ্য মন্ত্রী আহমাদ খান লেঘারি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জাং ছুয়েন শিয়াং বলেছেন, চীন শক্তিশালী চীনা শিল্পপ্রতিষ্ঠানের মাধ্যমে এই খাতে পাকিস্তানের সঙ্গে সহযোগিতা চালানো সমর্থন করে। দু'পক্ষের সুষম সহযোগিতা দু'দেশের ঐতিহ্যিক মৈত্রীর উন্নয়ন আরো ত্বরান্বিত করবে। লেঘারি বলেছেন, পাকিস্তান চীনের সঙ্গে আর্থ-বাণিজ্যিক সহযোগিতাকে গুরুত্ব দেয় এবং আগের মতো ভবিষ্যতেও চীনা শিল্পপ্রতিষ্ঠানকে সমর্থন করবে।
|