সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের চাওয়া পাওয়া পরিবেশন করছি আপনাদের বন্ধু আমি লিলি। আজকের অনুষ্ঠানে আমি আগের মতোই আপনাদের পছন্দের গানগুলো প্রচার করবো।
বাংলাদেশের বগুড়া জেলার পুরান বগুড়া গ্রামের মো: সাইফুল ইসলাম আমাদের অনুষ্ঠানে ভারতের প্রখ্যাত কন্ঠশিল্পী কুমার শানুর কন্ঠে "কে বলে ঠাকমা তোমার"নামক গানটি শুনতে চেয়েছেন। দুঃখিত, ভাই, এই গানটি আমাদের কাছে না থাকায় এখন। কুমার শানু'র আরেকটি গান শোনাচ্ছি। গানের নাম "তুমি আছো"। আশা করি আপনি গানটি পছন্দ করবেন।
বাংলাদেশের কুষ্টিয়া জেলার CRI ক্লাবের মো: খালেদ মাহমুদ আমাদের অনুষ্ঠানে লিখেছেন যে, লিলি আপু, আমি ছায়া ছবির একটি গান খুব পছন্দ করি। ছায়া ছবির নাম: কে অবরাধী। শিল্পীর নাম হলো:মনিকিশোর। গানের কথা হচ্ছে: কি ছিলো আমায় বলনা তুমি, আছিতো, আগেরই মত। প্রিয় বন্ধু, আমার হাতে গানটি নেই। তাই মনিকিশোরের আরেকটি গান প্রচার করবো। গানের নাম "আমাকে কাদায় দুঃখ"। চলুন, একসাথে গানটি শুনবো।
বাংলাদেশের বগুড়া জেলার শোলার তাইড় গ্রামের প্রিয় জন্ম ভূমি বেতার সংঘের সাধারণ সম্পাদক এম. মিনহাজ উদ্দিন বিপুল আমাদের অনুষ্ঠানে বেবী নাজনীনের কন্ঠে যে কোন একটি গান শুনতে চান। আচ্ছা, প্রিয় বন্ধু, এখন আমি আপনার চাহিদা পূরণ করছি। বেবী নাজনীনের গাওয়া "মন ছুঁয়ে যায়" নামে গানটি শোনাচ্ছি।
বাংলাদেশের রংপুর জেলার হোসেন আবেদ আলী আমাদের অনুষ্ঠানে লতা মুঙ্গেশকরের কন্ঠে "সবার আড়ালে" গানটি শুনতে চান। আমি গানটি খুঁজে বের করার চেষ্টা করেছি, কিন্তু পাই নি। তাই লতা মুঙ্গেশকরের আরেকটি গান শোনাবো। আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, আসুন "আমারও তো সাধ ছিল"নামে গানটি একসঙ্গে শুনি।
সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, নিশ্চয়ই এই গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের চাওয়া পাওয়া এখানেই শেষ হল। আমাদের অনুষ্ঠানে আপনারা কার কন্ঠে কি গান শুনতে চান, আমাকে লিখে জানাবেন। আমি সুদূর পেইচিংয়ে আপনাদের চিঠির অপেক্ষায় আছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আবার কথা হবে।
|