![]( /mmsource/images/2006/09/27/my-photo-125.jpg) নাম : ইয়াং ওয়েই মিং (স্বর্ণা)
জন্মস্থান: হোপেই প্রদেশ, শি চিয়া জুয়াং শহর
জন্মদিন: ১২ অক্টোবর
সি আর আই প্রবেশ করার সময় : ২০০৪সালের জুলাই মাস
অনুষ্ঠান : সংস্কৃতি সম্ভার
সখ : গান শোনা , বই পড়া, ভ্রমণ করা, বাস্কেটবল খেলা
আমার কথা:
বন্ধু যেন আমার জীবনের এক আলোকোজ্জল সূর্য, সুখে হোক দুঃখে হোক, সব সময়ই সকল কাজে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে চাই। সঙ্গীত পৃথিবীর প্রতিটি মানুষের হৃদয়কেই সুন্দরতর করে তোলে নিঁখুতভাবে। আমি বিভিন্ন রকমের সঙ্গীত পছন্দ করি। এর মধ্যে বাংলাদেশের বাউল গান আমার খুব ভালো লাগে। এই বাউল গান জীবনের কথা বলে, মানুষের স্বপ্ন দেখার কথা বলে, আমাদের যন্ত্রণাগুলো ভুলিয়ে বাঁচতে শেখায়। ভালোবাসতে শেখায়।
আমি সংস্কৃতি সম্ভার অনুষ্ঠান নিয়মিত উপস্থাপন করি। সংস্কৃতি বিভিন্ন দেশের সবচেয়ে বৈশিষ্টময় এক প্রতীক। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে চীনের সংস্কৃতিকে শ্রোতা বন্ধুদের জানাতে পেরে আমি দারুণ খুশি। এবং এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামতও আমি জানতে চাই। আশা করি, আপনারা চিঠি লিখবেন এবং ই-মেইলও পাঠাবেন।আমার ই-মেইল হলো ywmsy1981@yahoo.com.cn
সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা রইল।
|