|
 |
(GMT+08:00)
2006-09-27 09:01:24
|
মন্দ
cri
মন্দ যদি বল আমায়
কখনো তা মানবনা
আমায় আমি ভাল জানি
নিন্দা আমার শুনবনা
নিন্দুকেরা তোমরা আমার
কাজে যত খুঁত ধর
আমার যা সব আমার তরে
আমার কাছেই থাক বড়
আমার হাঁসি আমার কথা
আমার কাছে মধুর রয়
তোমরা যতই খারাপ বল
তাতে আমার কিবা হয়
আমার গান যে আমার কাছে
ছন্দে গাঁথা মধুর সুর
তোমরা শুধুই খুঁত ধরে কও
গানে নাকি মোর বেসুর
আমার লিখা কবিতার
অর্থ শুধু আমার জানা
খাপছাড়া কও তোমরা যতই
যতই কর লিখতে মানা
তোমরা আমার মন্দ স্বভাব
যতই বল শোধরাতে
ভাললাগার স্বভাব কি আর
যাই কখনো পাল্টাতে
আমায় আমি ভালবাসি
তাই শুধু আমার রই
ভালমন্দ আমার কাছে
আমি যে আর কারো নই।
---বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার সোনামসনা গ্রামের সোনামসনা মিতালী ইন্টারন্যাশনাল ক্লাবের মো: দোলন খান
|
|
|