চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাও শিং ২৫ সেপ্টেম্বর ক্যারিবিয় দ্বীপ দেশ আনটিগুয়া এবং বার্বুদায় স্বল্পকালীন সফর করেছেন।
রাজধানী সেইন্ট জনে লি চাও শিং গভর্ণর জেমস বি কালিসলের সঙ্গে সাক্ষাত্ করেছেন এবং প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী বল্ডউইন স্পেন্সারের সঙ্গে বৈঠক করেছেন। লি চাও শিং বলেছেন, চীন ও আনটিগুয়া এবং বার্বুদা উভয় উন্নয়নশীল দেশ। বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্ক উন্নয়ন দু'দেশ এবং দু'দেশের জনগণের মৌলিক স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ। আনটিগুয়া এবং বার্বুদা এক চীন নীতি অনুসরন করায় লি চাও শিং প্রশংসা করেছেন।
আনটিগুয়া এবং বার্বুদার নেতৃবৃন্দ মনে করেন, চীন হচ্ছে আনটিগুয়া এবং বার্বুদার বিশ্বাসযোগ্য অংশীদার। আনটিগুয়া এবং বার্বুদা অব্যাহতভাবে চীনের সঙ্গে মৈত্রী ও সহযোগিতা গভীর করার জন্য প্রচেষ্টা চালাবে।
দু'পক্ষ চীন ও ক্যারিবিয় কমিউনিটির সম্পর্ক প্রসঙ্গে মত বিনিময় করেছে। সফরকালে দু'পক্ষ অর্থনীতি, প্রযুক্তি এবং শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা দলিল স্বাক্ষর করেছে।
|